যদি কেহ গায়রে মাহরামদের পোস্টে কমেন্ট করে অহেতুক কথা বলে,অপ্রয়োজনীয় কথা বলে,অশ্লীল কথা বলে।
তাহলে কোনো ভাবেই সেটি জায়েজ নেই।
,
যেহেতু গ্রুপ এডমিনগনই সেই গ্রুপের যাবতীয় কাজ করে,তাদের শক্তি আছে,ঐ সমস্ত ব্যাক্তিদের ব্যান করে দেওয়ার।
বাজে কমেন্ট গুলো মুছে ফেলার।
,
তারপরেও তারা যদি কোনো ব্যবস্থা না নেয়,তাহলে এক্ষেত্রে এডমিনদের গুনাহ হবে।
,
কারন অন্যায় কাজ যেমন নিজেই করা যাবেনা,কাউকে অন্যায় কাজের জন্য সহযোগিতাও করা যাবেনা।
,
শক্তি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করা,তাদেরকে সহযোগিতা করারই নামান্তর।
,
যাহা কোনোভাবেই জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
তবে যদি তারা প্রয়োজনীয় বৈধ কথাই কমেন্টে বলে,যাহা শরয়ী দৃষ্টিকোন থেকে সমস্যাকর না হলে এডমিনদের কোনো গুনাহ নেই।