১। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ছোট এক বাচ্চা নিয়ে স্বামীর সাথে সৌদি আরবে থাকি। আমাদের মা মেয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমাদেরকে দেশে ফিরতে হবে, মেয়ের বাবাকে ছাড়াই। দেশে গিয়ে পুনরায় ভিসা করতে হবে। মেয়ের বাবা বছরে একবার একমাসের ছুটি পান, এ বছর তা কাটানো শেষ, তাই এবছর আর ছুটি পাবেন না। আমাদের মা মেয়েকে তাই মাহরাম ছাড়া সফরে যেতে হবে। বিমানের টিকিট কাটা হয়েছে রাতের, দিনে কোনো বিমানের টিকিট পাওয়া যায়নি। এক্ষেত্রে একান্ত বাধ্য হয়েই যেতে হচ্ছে মাহরাম ছাড়া, গুনাহ হবে কি? আমার নিজের করার কিছু নেই এখানে!
২। আমার স্বামী দেশে থাকা অবস্থায় ই একবার বাবার বাড়ি থেকে আমাকে নন-মাহরামের (দেবর) সাথে স্বামীর বাসায় ফিরতে হয়েছে। স্বামীর ব্যস্ততা থাকায় নিতে যেতে পারেননি। আমার বাবাও বাড়ি থাকেন না, চাকরির জন্য অন্য শহরে থাকেন (মাহরাম এর বিষয়ে বুঝও নেই)। নতুন বিবাহিত হওয়ায় ঝামেলা হয় কিনা এই আশংকায় আমি তখন দ্বিমত করিনি। এক্ষেত্রে আমার গুনাহ হবে কিনা?
গর্ভাবস্থায় মাহরাম ছাড়াই মায়ের সাথে বাবার বাড়িতে গিয়ে থেকেছিলাম কিছুদিন, গুনাহ হয়েছে? যদিও মাহরাম অনুমতি দিয়েছিলেন!!
৩। আমার স্বামী বিদেশে যখন প্রথম আসেন তখন একাই আসেন। দেশে আমি আমার বাচ্চা নিয়ে দেবর ননদের সাথে ছিলাম, শশুর-শাশুড়ি জীবিত নেই। স্বামীর বাসায় মাহরামহীন পরিবেশে থাকা যায়? কখনো কখনো ননদ ও বাসায় থাকতোনা দিনের বেলায় পড়াশোনার জন্য, দেবর তার প্রয়োজনে থাকতেন। (বাসায় পর্দার ব্যবস্থা আছে, আমি দেবরের সামনে যাইনা।)
এই সময়টায় আমাকে বাবার বাড়ি, শশুর বাড়ি মাহরাম ছাড়া নন-মাহরামের সাথে সফর করতে হয়েছে। এক্ষেত্রে গুনাহ হয়েছে?
৪। স্বামী বিদেশ থেকে দেশে ফিরার পর তাদের গ্রামের বাড়িতে আমাকে প্রথমবার দেবর ননদের সাথে একাই শশুরবাড়ি পাঠাতে চেয়েছিলেন, আমি রাজি না হওয়ায় তার সাথেই আমাকে নিয়ে যান। কিন্তু ফেরার সময় তিনি আমার মতামত না নিয়েই সবার সামনে জানিয়ে দেন আমাকে দেবর ননদের সাথেই ফিরতে হবে একা। বাধ্য হয়ে ফিরেছিলাম। আমার গুনাহ হয়েছে?
৫। বিয়ের আগে মাহরামহীন ভাবে পড়াশোনার জন্য বা অন্য কাজে একাকী সফর করতে হয়েছিল। সফরগুলো দিনেই ছিলো। আমার গুনাহ হয়েছে?