اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
আমি স্বপ্নে দেখি,
একজন সুদর্শন যুবক (তার মুখটা দেখা যাচ্ছিল না) এক বাটি দুধ দিয়ে যায় আমাকে, (তাকে চিনি না হুট করেই দিয়ে চলে যায়)
কোন কথাবার্তা না বলেই দিয়ে চলে যায় আমি তার পেছনে পেছনে যেয়ে তাকে ডাকি সে পিছন ফিরে তাকালে তার মুখ দেখতে পাই এবং সে শুধু একটা মুচকি হাসি দেয় আর কোন কথা না বলেই চলে যায়,
বাসায় এসে আমি আম্মুকে বলি দুধটা না খেতে,যদি ক্ষতিকর কোন কিছু থাকে এজন্য,
কিন্তু দুধটা জ্বালানো হয় এবং সেটা আমি নিজেই খেতে শুরু করি (দুধটা খেতে বেশ সুস্বাদু ছিল, অনেক ঘন আর ভালো)
এরপর কী দেখেছি মনে নেই, এটা সকালে ৮-৯ টার দিকে দেখেছি,এর ব্যাখ্যা কি? ভোরের স্বপ্ন বাদে অন্য সময়ের স্বপ্ন কি সত্যি হয়?