আসসালামু আলাইকুম হুজুর,
হুজুর আমি কার সাথে কথা বলতে বা মেসেজ এ বা কোথাও এক এই বাক্য টা সংখ্যায় আর এক এইভাবে বাক্যে লেখতে বা লেখার সময় বা লেখার পরে আমার মধ্যে চিন্তা হওয়া শুরু হয় এইটা বলার বা লেখার সময় বা লেখার আগে বা বলার আগে মনে তালা'''' এর কোন চিন্তা ভাবনা ছিল নাকি কথা হচ্চে হুজুর নিয়ত আর চিন্তা ভাবনা থাকা বা গুরপাক খাওয়া সেটা মনে বা মাথায় হোক একি জিনিস না তা বুজেনি তাই আমাকে বলবেন আমার মনে যদি এক এই বাক্য আর সংখ্যায় ১ বলার সময় বা লেখার সময় বা লেখার বা বলার আগে তালা""" এর চিন্তা ভাবনা থেকে ও থাকে বা গুরপাক খাই মনে বা মাথায় তাতে কোন সমস্যা হবে না তো !!!!
তালা'''' এর নিয়ত না কিন্ত, (আমার মাসালা জানা তাই আমি নিয়ত নিয়ে এমন কোন বাক্য বলব না কখনো তা নিয়ে সাবধান থাকার ও চেষ্টা করি) বললাম যদি তালা'''" নিয়ে বা তালা'''' সংক্রান্ত কোন চিন্তা ভাবনা থাকে বা গুরপাক খাই।
আরেকটা কথা আমি এইগুলা নিয়ে একটা জিনিস নোটিশ করি হুজুর এক/১ এইটা বলার সময় বা বলার আগে বা লেখার আগে বা লেখার সময় এত কিছু ভেবে এইটা লেখি না যদি এত কিছু ভেবে এই এক/১ বাক্য আর সংখ্যা বলতাম/লেখতাম তাহলে আর প্রশ্ন করতাম না নিশ্চিত থাকতাম মনে কোন তালা''' বিষয় চিন্তা ভাবনা ছিল নাকি তালা'''এর কোন নিয়ত ছিল তাইনা। কিন্ত বলে ফেলার বা লেখে ফেলার পরেই এই জিনিসটা নিয়ে চিন্তা হওয়া শুরু হয় আর সন্দেহ এই থেকে মনের মধ্যে একটু করে পেরেশানি ও হতে লাগে বা শুরু হয়। ''বাদ"" প্রায় একি সমস্যা এই বাক্য নিয়ে ও উপরে এক/১ এইটা নিয়ে যেমন তাই আর এইটা নিয়ে নতুন করে বিস্তারিত কিছু না বললে ও হবে মনে করি অহেতুক প্রশ্ন বা কথা গুলা বড় করা। হুজুর যেমন যদি মনে তালা''' এর নিয়ত করল আর মুখ দিয়ে বলে বা লেখে এইভাবে লেখল যে এক/১ নয় বা না বা তালা'''' না তালা""" দিলাম না এমন এই অবস্তায় কোন তালা''' হবে না তাইনাহ । আমি এক/১ আর বাদ এই বাক্য গুলা বলার সময় আরো কথা যুক্ত করেই বলি শুধু যে এই বাক্য গুলা লেখি বা বলি তা না যেমন আমি আমার বন্দু কে গত কালকে বলি তুই বাদ দে আমার তখন কিছুটা সন্দেহ হয় মনে আবার তালা''' এর চিন্তা ভাবনা বা কোন নিয়ত বিষয় পরজন্ত কোন কিছু ছিল না (যদি তালা'''' এর নিয়ত থেকে ও থাকে আমি তো আমার বন্দুকে উদ্দেশ্য করে আমার বউ কে উদ্দেশ্য করে বা বউ আর সাথে কথা হচ্চে তখন এমন বাদ বাক্য বলসি তাও তো না) তো আমি তখন বেশি এইটাকে গুরুত্ব দিনাই আবার আমার বন্দু আজকে ফজর সময় আমাকে বলে কোন মসজিদে নামাজ পরবি আমি বলি এক টাই পরলেই হয় এমন বলার পরে আবার কিছুটা সন্দেহ শুরু হয় এর পরে আমি আবারও মনের তাসাল্লির জন বলি এক মসজিদে গেলেই হয় বা এক্টাই গেলেই হয় ঠিক কোন টা বা কিভাবে বলসি খেয়াল আস্তাছে না কিন্ত ২য় বার আমার মন এর তাসাল্লির জন্য আমি এক বাক্য টা বলি কিন্ত সাথে আরও কথা ও বলি। এক্টা বেপারে আপনাকে জিজ্ঞাসা করলাম যেহেতু আর বাদ বাক্যটা নিয়েও সমস্যা প্রায় বলতে গেলে একি তাই বললাম এইটা নিয়ে ও।মুফতি সাহেব আমি ১/৩টা উদাহরণ দিয়ে ও বুজালাম আমার প্রশ্ন বা কথা গুলা হুবহু সব বলা তো অহেতুক হবে মনে করি তাই মুল বিষয় গুলা আর বুজার সুবিধায় ১/২ টা উদাহরণ ও দিলাম আশা করি আমাকে উত্তর দিবেন,
যে এইসব এর জন্য আমার বৈবাহিক জীবন/বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো?
সব কথার লাইন by লাইন বলা তো দরকারি না সেগুলা স্বাভাবিক ভাবে বুজে নি, তাই যা যা বলার দরকার বা যে যে মুল বিষয় টা তুলে ধরার দরকার তাই তুলে দরলাম আরকি যেতটুকু পারলাম। যদি কথা গুলা বা প্রশ্ন গুলা দেখে হুজুর কোন কথা অহেতুক বা বেহুদা লাগে যা না বললে ও কোন সমস্যা হবে না আর বললে ও কোন সমস্যা হবে না তার জন্য মাফি চেয়ে নিচ্চি আগেই। আমাকে অন্তত সমাধান দিবেন আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা নেই তো। আমাকে উত্তর টা দিলে আমি চিন্তা মুক্ত হবো হুজুর এই বিষয় নিয়ে।