১।অন্যন্য ধর্মের মানুষ ও জিনদের সকল বিষয় মনে মনে ভাবা এবং তাদের সকল কাজ কর্ম তাদের কথা বা বিশ্বাস ও তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে দূরে থাকাই নিরাপদ যদিও শিরক হোক বা না হোক কুফরি হোক বা না হোক। তবে ইসলামে যা বৈধ আছে তা করা যাবে। তাদের থেকে দূরে থাকা উত্তম যদিও জায়েজ কাজ হয় কারন অনেক সময় জানি না যে কোনটা করা বৈধ আবার কোনটা হারাম আর কোনটা শিরক কুফরি । এ আকিদা সঠিক কিনা?
২।আল্লাহ পাক এমন রাজ্জাক যে উনি সবাইকে ভরপুর রিজিক দিতে সক্ষম,উনার অফুরন্ত ভান্ডার কখনো ফুরাবেনা। মাঝে মাঝে মাঝে উনি উনার সৃষ্টিকে রিজিক না দেন তা কষ্টের নেয়ামত এ আকিদা সঠিক কিনা?
৩।আল্লাহ পাক সকল কিছুর শ্রষ্টা উনার সমকক্ষ তো ধুরে থাক উনার ধারে কাছেও কেউ নেই। উনি যা চান তাই করতে পারেন এ আকিদা সঠিক কিনা?
৪।কোনো কাজ করতে গেলে যদি মনে হয় যে ইমানে সমস্যা হতে পারে সে কাজ থেকে বিরত থেকে কোনো মুফতি সাহেব থেকে জেনে নিয়ে সে কাজ যদি বৈধ হয় করবো না হয় করবো না এ আকিদা সঠিক কিনা?
৫।যদি মনে হয় বা প্রবল ধারণা হয় কোনো কথা, কাজ বা মনের চিন্তা ভাবনা, বিশ্বাস ইমান চলে যেতে সে সকল জিনিস থেকে দূরে থাকাই নিরাপদ কি?
৬।আল্লাহ পাক এবং উনার হাবিব রাসুল সাঃ কে কেউ অপমান করলে কি সাজা হবে সাজা কে দিবে আর আমাদের করনীয় কি?