আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
57 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম।
১. নামাজে সন্দেহ হয় যে মিসওয়াকের আঁশ মুখে লেগে ছিলো,  সেটা নামাজরত অবস্থায় গলা দিয়ে ঢুকে গেছে। এই সন্দেহে কি নামাজ দোহরাতে হবে?


২. নামাজরত অবস্থায় ছোট বাচ্চা বারবার নকাপড় টানাটাবি করলে, যদি ফাতিহা এবং অন্য সুরা তিলাওয়াত করতে করতে ৪/৫ বার মতো তাকে হাত দিয়ে সরিয়ে দেওয়া হয়, তবে কি তাতে নামাজের ক্ষতি হবে?
অনুরূপ, তাশাহহুদ দুরুদ পাঠকালেও যদি ৩ বারের অধিক এমন করে এক রোকনে বাচ্চাকে হাত দিয়ে সরাতে হয় তবে কী মাসআলা প্রযোজ্য?
৩. ১ম বা ২য় রাকাতের সিজদা সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিলে, ৩য় বা ৪র্থ রাকাতের পর ৩ টা সিজদা দিয়ে শেষ বৈঠকে সাহু সিজদাহ দিলে কি নামাজ শুদ্ধ হবে?


৪. হায়েজ শেষ হবার পর ফরজ গোসলের আগে কি সহবাস জায়েজ?


৫. নাবালেগ সন্তানের উপহার পাওয়া অর্থ থেকে পিতামাতা নিজ ইচ্ছায় সাদাকাহ করার অধিকার রাখেন? নাকি সন্তানের অনুমতি নিতে হবে?

৬. নাবালেগ সন্তানের উপহার পাওয়া সম্পদ থেকে ধার দেওয়া বা নেওয়া কি পিতাপাতার জন্য জায়েয?


৭. ঘুম ভাঙ্গার পর মুখে জমা লালা গিলে ফেলার পর সন্দেহ হয় যে দাঁত থেকে ঘুমের মধ্যে রক্ত নির্গত হয়ে থাকতে পারে, যা প্রায়ই আলামত পাওয়া যায়। লালার সাথে হয়ত রক্তও গিলা হয়ে গেছে। এখন কী করণীয়?


৮. রোজা অবস্থায় এরূপ ঘটলে কি রোজা ভেঙে যাবে? যদি হালকা রক্ত মিশ্রিত লালা থেকে থাকে, যা প্রায়শই থাকে, তবে নিশ্চিত না হয়ে তা গিলে ফেলা কি গুনাহ কি না?


৯. মহিলার ফরজ গোসলের পর পর যদি পিচ্ছিল কিছু সামনের রাস্তায় নির্গত হবার আলামত পাওয়া যায়, তবে কি গোসল বাতিল? আবার গোসল করা ফরজ হবে?

1 Answer

0 votes
by (601,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাযে যদি সন্দেহ হয় যে, মিসওয়াকের আঁশ মুখে লেগে ছিলো, সেটা নামাযরত অবস্থায় গলা দিয়ে ঢুকেছে কি না? এমন সন্দেহের কারণে নামাযকে দোহরাতে হবে না।

(২) নামাজরত অবস্থায় ছোট বাচ্চা বারবার কাপড় টানাটাবি করলে, যদি ফাতিহা এবং অন্য সুরা তিলাওয়াত করতে করতে ৪/৫ বার মতো তাকে হাত দিয়ে সরিয়ে দেয়ার প্রয়োজনিয়তা হয়, তাহলে এতেকরে নামাযের কোনো ক্ষতি হবেনা।

অনুরূপ, তাশাহহুদ দুরুদ পাঠকালেও যদি হয়, তাহলেও কোনো সমস্যা হবে না । 

(৩) ১ম বা ২য় রাকাতের সিজদা সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিলে, সেই সন্দেহের বশবর্তী হয়ে ৩য় বা ৪র্থ রাকাতে ৩ টা সিজদা দিলে হবে না। বরং চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্তে পৌছার চেষ্টা করতে হবে।যদি পৌছা সম্ভব না হয়, তাহলে তাহলে নামাযকে দোহড়িয়ে নেয়াই উত্তম হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1797

(৪) হায়েজ শেষ হবার পর ফরজ গোসলের আগে  সহবাস করা জায়েয হবে না। 

(৫)নাবালেগ সন্তানের উপহার পাওয়া অর্থ থেকে পিতামাতা নিজ ইচ্ছায় সাদাকাহ করতে পারবেন না, বরং সন্তানের অনুমতি নিতে হবে।

(৬)নাবালেগ সন্তানের উপহার পাওয়া সম্পদ থেকে ধার দেওয়া বা নেওয়া, পিতাপাতার জন্য জায়েয হবে না। হ্যা, সন্তানের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। 

(৭) সন্দেহের উপর কোনো হুকুম বাস্তবায়িত হয় না।

(৮) রোজা অবস্থায় এরূপ ঘটলেও রোযা ভঙ্গ হবে না।

(৯) মহিলার ফরজ গোসলের পর পর যদি পিচ্ছিল কিছু সামনের রাস্তায় নির্গত হবার আলামত পাওয়া যায়। যদি সেটা রক্তস্রাব হয়, তাহলে তো আবার গোসল করতে হবে। নতুবা আবার গোসলের কোনো প্রয়োজনিয়তা নাই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...