আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. ছেলে বাচ্চার প্রসাবের ওপর পানির ছিটা দিয়ে পাক করা তার কতদিন বয়স পর্যন্ত যাবে?
২.ছেলে বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ ৫১ দিন। তাকে একদিন ৯০ মি.লি. মতো ফর্মুলা দুধ এবং আরেক দিন ৫-৭ মি.লি. মতো ফর্মুলা দুধ খাওয়ানো হয়। বাচ্চা এখন শুধুমাত্র বুকের দুধ এবং মাঝে মধ্যে ৫-৭ ফোঁটা ঔষধ ও ১-২ ফোঁটা পানি খায়। এখন বাচ্চার প্রসাবের ওপর পানির ছিটা দিলে কি কাপড় পাক হবে?
৩. কাপড়ে প্রসাব করলে তো শরীরেও লাগে। সেক্ষেত্রে কি শরীরেও পানির ছিটা দিতে হবে?
৪. বাচ্চা প্রচুর কাঁদে ও ঘুমাতে চায় না। এক্ষেত্রে কি কোনো করনীয় আছে যাতে কান্না কমবে ও পর্যাপ্ত ঘুমাবে?