ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উপার্জনের তথ্য শেয়ার করলে,আপনার নিকট এক টাকাও সেভিংস হিসেবে থাকবে না। প্রয়োজনের সময় আপনাকে পেরেশানিতে ভোগতে হবে। তাহলে তাওরিয়াহ করবেন। কেননা মিথ্যা বলা নাজায়েয।তবে ক্ষেত্রভেদে জায়েয হলেও বেঁচে থাকাই উত্তম। আপনি তাওরিয়াহ করে বলবেন একটা আর সে বুঝবে আরকটা। বলবেন এখন আর আগেরকার যুগের মত ব্যবসা নেই। তেমন লাভ হচ্ছে না। কি ব্যবসা করছেন? সেটাকেও হালকাভাবে উপস্থাপন করবেন। হেকমতের সাথে উত্তর দেয়াই তাওরিয়াহ।
الدر المختار: (427/6، ط: سعید)
الْكَذِبُ مُبَاحٌ لِإِحْيَاءِ حَقِّهِ وَدَفْعِ الظُّلْمِ عَنْ نَفْسِهِ وَالْمُرَادُ التَّعْرِيضُ لِأَنَّ عَيْنَ الْكَذِبِ حَرَامٌ قَالَ: وَهُوَ الْحَقُّ قَالَ تَعَالَى - {قُتِلَ الْخَرَّاصُونَ} [الذاريات: ١٠]- الْكُلُّ مِنْ الْمُجْتَبَى وَفِي الْوَهْبَانِيَّةِ قَالَ:وَلِلصُّلْحِ جَازَ الْكِذْبُ أَوْ دَفْعُ ظَالِمٍ ... وَأَهْلِ التَّرَضِّي وَالْقِتَالِ لِيَظْفَرُوا۔
مجمع الانھر: (کتاب الکراھیة، 552/2، ط: دار احیاء التراث العربی)
وَالْكَذِبُ حَرَامٌ إلَّا فِي الْحَرْبِ لِلْخُدْعَةِ وَفِي الصُّلْحِ بَيْنَ اثْنَيْنِ وَفِي إرْضَاءِ الْأَهْلِ وَفِي دَفْعِ الظَّالِمِ عَنْ الظُّلْم