বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো ব্যক্তি যদি মুসলিম দেশে হন্যে হয়ে খোঁজাখোঁজি করা সত্ত্বেও জীবিকা উপার্জনের কোন সোর্স ব্যবস্থা করতে না পারে, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে অন্যের মুখাপেক্ষী হয়ে যায়, এমন পরিস্থিতিতে যদি কোনো অমুসলিম দেশে জায়েয কোনো চাকরি পেয়ে যায়,তাহলে দু’টি শর্ত সাপেক্ষে তার জন্য সেখানে যাওয়া এবং বসবাস করা জায়েয হবে। যথাঃ-
এক. সেখানে আমলী জিন্দিগী তথা, ইসলামী বিধি-বিধান পরিপালনে সম্পূর্ণ নিরাপদ থাকতে হবে। দুই. সেখানকার প্রচলিত অশ্লীলতা, বেহায়াপনা-বেলেল্লাপনা থেকে নিজেকে সংযত রাখতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3447
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত অমুসলিম দেশে বসবাস নিষেধ। যেহেতু সেখানে অনৈসলামিক কর্মকাণ্ড প্রকাশ্যে চলবে, যা দেখতে দেখতে শেষ পর্যন্ত সেটাক গোনাহ মনে নাও হতে পারে। সমকামিতাকে অনেক কাফের দেশে মানবাধিকার হিসেবে চালিয়ে নেওয়া হচ্ছে, এমনকি কোনো কোনো মুসলিম দেশও এর প্রপাগান্ডা চালানো হচ্ছে। সুতরাং যেই সমাজে সমকামিতা সহ নানা ইসলামি বিরোধী কর্মকান্ড হবে, সেই সমাজ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। সেই হিসেবে আমরা বলবো, এমন কোনো দেশে বসবাস করা কখনো কোনো মুসলমানের জন্য কাম্য হতে পারে না, যেই সমাজে সমকামিতা রয়েছে। হ্যা, কেউ করে নিলে, তার ইনকাম হারাম হবে না, যদি সে নিয়ম মেনে পূর্ণ দায়িত্বশীলতার মাধ্যমে কাজ আঞ্জাম দিয়ে থাকে।