السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাদ,
১) কোনো মহিলার জন্য কতটুকু পরিমাণ সফর দূরত্ব পর্যন্ত একাকী ভ্রমণ করা বৈধ?
২) এবং এর কতটুক পরিমাণ অতিক্রম করলে মাহরাম আবশ্যক?
৩) এই আবশ্যক কিসের হুকুমে পড়ে(ফরজ/ওয়াজিব/সুন্নাহ/নফল)?
৪) কোনো নারীর ওজর থাকলে তার ব্যাপারে হুকুম কি?( আর্থিক সংকট যেমনঃ ভাড়া এমন...একজনের যাওয়া আসার খরচই উঠাতে বড় দায়...কিন্তু যেতে হয়...)
৫) আজকাল রিজার্ভ বাস সার্ভিসগুলো একপ্রকার প্রাইভেট কারের কাছাকাছি সার্ভিস(নিরাপত্তা- অনেক মানুষের একসাথে যাওয়া-একপ্রকার কাফেলার মতো)-এসবের মাধ্যমে কি কোনো মহিলা একাকী সফর করতে পারবে না? নারীদের নির্ধারিত দূরত্ব অতিক্রম করার পর ও?
৬) আমরা ইতিহাসে দেখি, ইসলামের স্বর্ণযুগে কোনো নারী অমুক দূরত্বের পথ থেকে অমুক স্থানে একাকী সফর করতো নির্ভয়ে... ইসলামের শাসনামলের মহত্ব তুলে ধরার ক্ষেত্রে...
প্রশ্ন হচ্ছে এরকম সফরে সালাফদের যুগে তবে নারীদের এভাবে একাকী সফর বৈধ ছিলো কেন?
বিস্তারিত মাসায়েল জানানোর অনুরোধ,
জাযাকাল্লাহু খাইরান উস্তাদ।