আসসালামু আ'লাইকুম।
আমার স্বামী ১/২ মাস আগে একটি স্বপ্ন দেখেছিলেন।
স্বপ্ন: ওনি দোকান থেকে একটি পাউরুটি কিনে খাচ্ছেন।দোকানের পাশের টঙে ওনার কয়েকজন চাচাতো ভাই বসে ছিলেন। তারমধ্যে একজন এসে রুটি খেতে চাইলে আমার স্বামী নিজ রুটি থেকে অর্ধেক দিয়ে দেন।আর বাকি অর্ধেক নিজে খেতে খেতে বাড়ি চলে আসছিলেন।এ অবস্থায় যারা রুটি নেয়নি তারা পিছু পিছু এসে বলছিলো, "তুই একাই খাবি? আমাদের দিবি না? আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। কিছু খাইনি।" তখন ওনি বলেছেন,"দোকানে গিয়ে আমার নাম বলে কিছু নিয়ে নে।"
এ স্বপ্নের ব্যাখ্যা কী, উস্তায?আমাকে বলেছিলেন যে এ অবস্থায় ওনার চাচাতো ভাইদের দেখে ওনার খুব খারাপ লাগছিলো।