আসসালামু আলাইকুম হুজুর,
[১]
আমার নানা কিছু দিন আগে ইন্তেকাল করেন। তার মোট সম্পত্তির পরিমান ১৫০ শতাংশ। তার কোন পুত্র সন্তান নেই, কেবল তার একমাত্র কন্যা সন্তান অর্থাৎ আমার মা। নানার মোট তিন ভাই ছিল। নানার বড় ভাই নানা মারা যাওয়ার আগেই মারা গিয়েছিলেন কিন্তু তাদের সন্তান আছে। তারা কি আমার নানার সম্পদের কোন অংশ পাবে?
নানার বাকি দুই ভাইয়ের এক ভাই এখন বিবাহ করে নাই।আর একভাই বিবাহ করেছেন এবং তার সন্তান রয়েছে।
আর আমার নানা মারা যাওয়ার আগেই আমার নানুকে মহর আনা বাবদ কিছু জায়গা নানুর নামে লিখে দিয়েছেন। এবং কিছু জায়গা আমার মার নামেও লিখে দিয়েছিলেন। এই লিখে দেওয়া সম্পদ এর মাঝে কি কোন অংশ আমার নানার ভাইয়েরা পাবে?
এখন আমার নানুও মারা গেছেন। নানু মারা যাওয়ার আগে নানুর নামে যে সম্পদ ছিল তার সবটুকু আমার মায়ের নামে লিখে দিয়েছিলেন।
এখন আমার নানা ও নানুর সম্পদ থেকে কে পাবে আর কে পাবে না এই হিসাবটি একটু বুঝিয়ে বললে উপক্রিত হব।
[২]
আমার বোনের সাথে কথা বলতে বলতে বলতে একজনের চাকুরি করা বিষয়ে বোন আমাকে বলল সে ভাগ্য জোরে চাকরিটি পেয়েছে।
আমি হটাত বললাম- না ভাগ্য জোরে না।
ভুল করে এই কথা বলার কারনে কি কোন ইমানে সমস্যা হবে? ভাগ্যের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে।