আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
62 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। 

উস্তায চুল রিবাউন্ডিং করা বা চুল সোজা করা জায়েজ আছে শুনেছি। 

চুলে স্পা করা,,কেরাটিন ট্রিটমেন্ট করা কি জায়েজ আছে?

আজকের মধ্যে জানালে মুনাসিব হতো উস্তায।

1 Answer

0 votes
by (63,450 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব,

https://ifatwa.info/3317/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। তবে অনেক আলেমের বক্তব্য হচ্ছে, যদি তাঁদের সৌন্দর্য কোঁকড়ানো চুল সোজা করার মাধ্যমে মনে করেনযদি তাহলে তাঁরা সোজা করতে পারেন, এটি জায়েজ রয়েছে।

কারণ, এর মাধ্যমে মূলত আল্লাহতায়ালার সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় না। এটি শুধু সৌন্দর্য পরিবর্তন, এতটুকুই, আর কিছুই না। তাই পুরুষ বা মহিলাদের জন্য যদি তাঁরা প্রয়োজন মনে করেন এবং তাঁরা মনে করেন কোঁকড়ানো চুলে সৌন্দর্য নষ্ট হচ্ছে, সে ক্ষেত্রে চুলকে সোজা করা জায়েজ রয়েছে।

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ .

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত তামীমী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রার্জন, চুল আচড়ানো এবং জুতা পরার বেলায় ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। (মুসলিম শরীফ ৫০৯)

রাসূল (সা.)-এর হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূল (সা.) চুল আঁচড়াতেন, চুল এলোমেলো থাকলে সৌন্দর্যের জন্য হাত দিয়ে চুলকে সাজাতেন।

তাহলে বোঝা গেল, এখানে স্বাভাবিক যে তাজমিল বা সৌন্দর্য চুলের জন্য সেটি জায়েজ রয়েছে। এর ওপর অনেক উলামায়ে কেরামগন   বলেছেন যে, এ ক্ষেত্রে এভাবে চুল সোজা করা জায়েজ, নাজায়েজ নয়। দাড়ির ক্ষেত্রে একই হুকুম, তবে দাড়ি যেনো পড়ে না যায়,সেইদিকে খেয়াল রাখতে হবে। তবে কিছু উলামায়ে কেরামগন এটাকে সম্পুর্নভাবে নিষেধ করেছেন।

কোঁকড়ানো চুল প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে সোজা করা  জায়েজ রয়েছে। এতে কোনো সমস্যা নেই।

কারণ, এর মাধ্যমে মূলত আল্লাহতায়ালার সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় না। এটি শুধু সৌন্দর্য পরিবর্তন, এতটুকুই, আর কিছুই না। তাই পুরুষ বা মহিলাদের জন্য যদি তাঁরা প্রয়োজন মনে করেন এবং তাঁরা মনে করেন কোঁকড়ানো চুলে সৌন্দর্য নষ্ট হচ্ছে, সে ক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে  চুলকে সোজা করা জায়েজ রয়েছে।

আরো জানুনঃ- https://ifatwa.info/3317/

উল্লেখ্য যে যেহেতু এই বিষয়ে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে,তাই কঠিন প্রয়োজন ব্যাতিত চুল বা দাড়ি স্ট্রেট না করাই উত্তম।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...