ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সাধারণত নিয়ম হল, আপনি আপনি প্রথমেই বান্দার হক পূর্ণ করবেন।তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কখনো যদি পূর্বে হক ফিরিয়ে দেওয়া সম্ভবপর না হয়, বরং আপনি বান্দার হক রিলেটেড গুনাহের জন্য আগেই ক্ষমা চান, তাহলে তখন এই বিশ্বাস নিয়ে ক্ষমা চাইবেন যে, আমি অচিরেই তার হককে শোধ করবো।
(২) আল্লাহর হক সম্পর্কীয় গোনাহ খালিছ নিয়তে তাওবাহ করার সাথে সাথেই ক্ষমা হয়ে যাবে যদি আল্লাহ চান। এবং বান্দার হক সম্পর্কীয় গোনাহ থেকে মুক্তি পেতে হলে, অবশ্যই সেই হক ফিরিয়ে দিতে হবে। এমন আকিদা বিশ্বাস রেখে তবেই দু'আ করতে হবে।
(৩) বান্দার হক রিলেটেড সকল গুনাহের জন্য ক্ষমা চাওয়ার পর যখনই ১ টা পাওনা শোধ হবে তখনই সেই গুনাহটি মুছে যাবে যদি আল্লাহ চান।
(৪)যার হক নষ্ট করা হয়েছে, সে মারা গেলে তার ওয়ারিছের নিকট হক ফিরিয়ে দিতে হবে বা মাফ চাইতে হবে। তবে যদি ঐ ব্যক্তির খোঁজ পাওয়া না যায়, তাহলে তার প্রাপ্যকে সদকাহ করে দিতে হবে।আর মাল জাতীয় না হলে শুধুমাত্র আল্লাহর কাছেই ক্ষমা চেয়ে নিলে হবে।
(৫) আপনি ভালো ধারণা রেখে সেই লাইব্রেরী থেকে পড়তে পারবেন।
(৬) আপনার এতোকিছু তালাশের কোনো প্রয়োজনিয়তা নাই, আপনি সকল মসজিদেই নামায পড়বেন।