আমি প্রায় ৪ মাস ধরে দু:স্বপ্ন দেখছি।৩-৪ দিন বা ১০ দিন পর পর একেকটা খারাপ স্বপ্ন দেখছি। খারাপ স্বপ্ন আগেও দেখতাম কিন্তু সেটা একবার, এভাবে বারবার দেখতাম না। কখনো মাঝরাতে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়।কখনো ভোরবেলায় দেখি আবার কোনোদিন বিকেলে ঘুমালেও দেখি। যখন ই দেখি আমার ঘুম ভেঙে যায়। উঠে বামদিকে থুথু ফেলি কান্না করি ভয় পেয়ে যাই অনেক।কিছু টা স্বাভাবিক হলে নফল নামাজ পড়ি।আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তবে মাঝে মাঝে ফজর কাজা হয়। স্বপ্নে আমি এবং আমার আপন জন যেমন মা -বাবা,বোন, স্বামী, শ্বশুর শ্বাশুড়ি এবং নিজের অনেক ক্ষতি হতে দেখি।কখনো দেখি আমি আমার বাবা মাকে কষ্ট দিচ্ছি ক্ষতি করছি কখনো দেখি আমার স্বামী আমার ক্ষতি করছে,পাপ কাজ করাচ্ছে।আবার কখনো দেখি আমার স্বামী পাপে লিপ্ত হচ্ছে।
সারমর্মে আমার মনে হয় আমি আমার স্বামীর পরিবার পাপের মধ্যে রয়েছি এবং আমি নিজে আমার বাবা মার ক্ষতি করছি।
এতবার এতকিছু দেখছি এবং বারবার পুনরাবৃত্তি হচ্ছে।আমি শুধু নফল নামাজ এ আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
এরকম আমার সাথে কেন হচ্ছে?এবং কিভাবে আমি এইসব দু:স্বপ্ন দেখা থেকে রক্ষা পাব?