বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আই,ও,এম, কুরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা বিষয়কে ব্যখ্যা করে থাকে। দারুল উলূম দেওবন্দ সহ বিশ্বের যত বিশুদ্ধ আকিদা সম্পন্ন প্রতিষ্টান রয়েছে, সেই সবগুলোকে আই,ও,এম, বিশেষ গুরুত্বর সাথে ফলো করে থাকে।
আহলে সুন্নত ওয়াল জামাত যা দুনিয়ার সর্বত্রই স্বীকৃত।যার অনুসারী উম্মাহর সিংহভাগ। সেই জামাতের অনুসরণ আই,ও,এম করে থাকে।
আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দেওবন্দ নয়। এবং শুধুমাত্র আশায়েরা বা মাতুরিদি নয়,বরং বিশুদ্ধ আকিদার সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আই ও এম আহলে সুন্নত ওয়াল জামাতের সবাইকে শ্রদ্বা করে ও নাজাতপ্রাপ্ত হিসেবে মনে করে
’আবদুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتَّى إِنَّ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمن هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وأصحابي» . رَوَاهُ التِّرْمِذِيّ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিঃসন্দেহে আমার উম্মাতের ওপর এমন একটি সময় আসবে যেমন বনী ইসরাঈলের ওপর এসেছিল। যেমন এক পায়ের জুতা অপর পায়ের জুতার ঠিক সমান হয়। এমনকি বনী ইসরাঈলের মধ্যে যদি কেউ তার মায়ের সাথে প্রকাশ্যে কুকর্ম করে থাকে, তাহলে আমার উম্মাতের মধ্যেও এমন লোক হবে যারা অনুরূপ কাজ করবে। আর বনী ইসরাঈল ৭২ ফিরক্বায় (দলে) বিভক্ত হয়ে গিয়েছিল। আমার উম্মাত বিভক্ত হবে ৭৩ ফিরক্বায়। এদের মধ্যে একটি ব্যতীত সব দলই জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! জান্নাতী দল কারা? উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যার ওপর আমি ও আমার সাহাবীগণ প্রতিষ্ঠিত আছি, যারা তার উপর থাকবে। (মিশকাত-১৭১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হানাফি মাযহাব বিকৃত নয়। আপনি আই ও এম এ পড়তে পারবেন। আই ও এম বিশুদ্ধ আকিদা লালনকারী আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসরণকারী একটি প্রতিষ্টান।