উস্তায একজন বোন প্রশ্ন করেছেন,
আসসালামু আলাইকুম
আমার একজন ভালো বান্ধবী ছিল প্রায় ৯/১০ বছরের সম্পর্ক,,,আমার বান্ধবী আমার উপর শুধু মাত্র ধারণা করে মানুষের কাছে আমার নামে বদনাম রটিয়েছিল যেগুলো শুনে আমার মনে কষ্ট চলে আসে যার কারণে তার সাথে কথা বলা বন্ধ হয়ে গেল ,,,,প্রায় তিন বছর পরে এসে মাঝখানে নিজের সব ভুল শিকার করে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আমি ক্ষমা ও করে দিয়েছি,,,আর আমার বান্ধবীটা হিদায়াত হারিয়ে ফেলেছে দীনি ইলম চর্চায় অভস্ত্য নয়। আর আামার মাহরাম আমার ঐ বান্ধবীর সাথে কথা বলাটা পছন্দ করেন না যেহেতু আমাকে কষ্ট দিয়েছিল। আর একটা কথা যখন আমার বান্ধবীর সাথে ছিলাম তখন অনেক সময় গুনাহে লিপ্ত হয়ে যেতাম।
এখন আমার প্রশ্ন হলো
১ ~ আমি আমার বান্ধবীকে দীনি ইলম চর্চায় ফিরে আনার জন্য কথা বলতে পারব আমার মাহরামকে না জানিয়ে?
২~ আমার বান্ধবীর সাথে কথা না বললে কি আমার গুনাহ হবে?