আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ,
আমি একটি কোম্পানি তে ইনভেস্ট করতে চাচ্ছি। তারা আমাকে বলেছে, কোনো ফিক্সড এমাউন্ট প্রফিট দিবেনা কিন্তু সেলের উপরে ডিপেন্ড করে প্রফিট দিবে। এবং এটাও বলেছে তাদের প্রোডাক্ট সেল না হইলে আমার মুলধন কমবেনাহ। যা আছে তাই -ই থাকবে। শুধু তাদের প্রোডাক্ট সেল হলে আমি প্রফিট পাবো।
তাদের বিনিয়োগ সিস্টেম টা নিম্নরুপ:::
★★★★
#সাইলেন্ট বিনিয়োগ।
আমাদের মূলত শোরুম ও কাস্টমাইজ রিলেটেড ব্যবসা।
আমরা আমাদের আটটি শোরুম ও কাস্টমাইজ থেকে ম্যান্স, লেডিস,কিডস আইটেমের প্রোডাক্ট বিক্রি করে থাকি,,আমরা আমাদের শোরুম ও কাস্টমাইজ সেক্টর গুলো থেকে প্রতি সিজনে ৬০০০ থেকে ৭০০০ পিস প্রোডাক্ট বিক্রি করে থাকি।
আমাদের আইটেম গুলো হচ্ছে ম্যান্স ( টি শাট,পোলো টি শাট,ক্যাজুয়াল শার্ট,ফরমাল শার্ট,ডেনিম প্যান্ট,গেবাইডিন প্যান্ট, পান্জাবি, টাওজার,মোবাইল পেন্ট,ব্লেজার, শীতে সব ম্যান্স চায়না আইটেম,
লেডিস ( টপস, ওয়ান পিস,লেডিস জিন্স,কুর্তি,লেডিস্ ডেনিম জেকেট,প্রিমিয়াম সুয়েটার,টি শার্ট,লেডিস হুডি,
কিডস( টি শার্ট,পোলো,শার্ট,ডেনিম পেন্ট, পেডিং জেকেট, ডেনিম জেকেট)
কাস্টমাইজ সেক্টর : ভার্সিটি ও বিভিন্ন অর্গানাইজেসনাল কাস্টমাইজ রিলেটেড অর্ডার।
সাইলেন্ট পার্টনার বলতে আপনি শুধু ইনভেস্ট করবেন ।প্রতি মাস শেষে এসে কোম্পানী হিসেব বুঝে প্রফিট বুঝে নিবেন।
সাইলেন্ট পার্টনার আপনি মিনিমাম ২- ১০% শেয়ার হিসেবে নিতে পারবেন।
প্রতি লাখে মাসে প্রফিট মিনিমাম ২,০০০ -৪,০০০ হাজার টাকা
প্রতি পার্সেন্ট শেয়ার ১লাখ করে ১০% শেয়ার ১০ লাখ টাকা।
প্রতি ১০লাখে মাসে ২০,০০০-৪০,০০০ মিনিমাম থাকবে।।
আর ৫ লাখে মাসে ১০,০০০-২০,০০০ মিনিমাম থাকবে।।
আর সিকিউরিটি হিসেবে উকিল কতৃক নোটারি করে ডিড করা হবে & পাশাপাশি ব্যাংক চেক ও থাকবে & মালিকের ন্যাশনাল আইডি কার্ড কপি দেয়া হবে।।।এছাড়া কোম্পানী লাইসেন্স, টিন সার্টিফিকেট ও বিন সার্টিফিকেট দেয়া যাবে।।।
চুক্তি মিনিমাম ৬ মাসের জন্য হবে।ছয় মাস পর চাইলে ডিড রিনিউ করতে পারেন বা টাকা তুলে ফেলতে পারবেন। ডিড এর অরিজিনাল কপি ও ব্যাংক চেক জমা দিয়ে।।
মিনিমাম ইনভেস্ট ২ লাখ টাকা।
মানুষিকতা এমন রাখতে হবে সেল কম হলে প্রফিট কম নিতে হবে।বেশি হলে বেশি।।।ফিক্সড কোন এম্যাউন্টে নেই।
বিঃদ্রঃ- এখানে কোন প্রকার সুদ সিস্টেমে প্রফিট দেয়া হয়না।সরাসরি ব্যবসায়িক প্রফিট শেয়ার করা হয়।।
সুদমুক্ত থাকুন,নিজস্ব ইনকাম হালাল করে বাচুন।★★★
এখন আমার প্রশ্ন হলো, এই সিস্টেমে আমি বিনিয়োগ করার পর, সেই মাসে তাদের কোনো প্রোডাক্ট সেল যদি না হয়, তাহলে কি ইসলামি শরীয়ত মতে আমাকেও লসের ভাগীদার হতে হবে?
তার আউটলেট শোরুম ভাড়া, বিদুৎ বিল এসব কি আমাকেও দিতে হবে?
তাহলে মাসিক যে খরচ হয় সেটাকি আমার মুলধন থেকে কেটে রেখে দিবে?
নাকি প্রোডাক্ট সেল না হইলে আমার কোনো লস হবেনাহ? আর কোম্পানি তার শোরুম ভাড়া এবং বিদ্যুৎ বিল নিজে বহন করবে?
বিষয় টি জানালে ভালো হয়। আর এগুলো যদি লসের পর্যায়ে না পড়ে থাকে, তাহলে কিরকম লস হলে সেই লসের ভাগীদার আমাকে হতে হবে?
আমি আসলে বুঝতেছিনা, কোনো এক মাসে তাদের কোনো প্রোডাক্ট সেল না হলে সেই মাসে ইসলামি শরীয়াহ মতে আমার কিরকম লস হবে?