আসসালামু আলাইকুম, আমার পরিবারের ঘনিষ্ট আত্মীয় একজন মহিলা যিনি বলেন ওনাদের হুজুর আছে, এবং ওনার মেয়েদের নিয়ে অনেক বিপদ (ছেলেঘটিত) ছিল যেগুলো কেটে গিয়েছে ঐ হুজুর এর কাছে যেয়ে এটা ওনার ভাষ্য। উনি নিজেই যান হুজুরের কাছে।
ওনার নিজের একমাত্র ভাই এর সাথে ওনার কোন সম্পরক নাই, এবং সবসময় তার ভাই এবং ভাই এর স্ত্রীর অনেক সমালোচনা করেন। সত্যি-মিথ্যা আল্লাহ জানেন। যা হোক, তার মেয়ের সাথে আমার ভাই এর বিয়ে হয় অনেক বছর, মেয়ে নামায-রোজা পরেনা বললেই চলে, পর্দার ব্যাপারটাই মানেনা। তার ভাষ্য আমার মা কে যেমন দেখেছি আমি তেমন ই চলব। ওর মা এর ভাষ্য আমার মেয়ে লাইফ এঞ্জয় করবে/ করুক, গুনাহ/ শাস্তি হলে আমার হবে (গত পরশুর কথা), ওনারা (আমার ভাই এর শ্বশুর-শ্বাশুড়ি) এই বছর হজ্জ্ব করে আসছেন, তো শ্বাশুড়ি বলেন আমরা তো খুব ভাল আছি, হজ্জ করে আসলাম। আমাদের মা ও আমাদের কখনো ইসলাম মানার ব্যাপারে কিছু বলেনাই।
এখন কথা হচ্ছে, উনি যেই ব্যাপারে উনার ভাই তার স্ত্রীর সমালোচনা করেন, উনার মা ছেলের সাথে থাকতে পারেননাই, ওনার কাছে থেকেছেন। উনার মেয়ে অ বিয়ের পর এসে আমার মা এর ডেঙ্গু হওাতে একদিন নাস্তা বানায় খাইয়ে পোস্ট দেয় ছেলের বাবা-মা এর জন্য করা বউ এর দায়িত্ব না, কখন যদি রান্নাঘরে এই অনেক বছরেরযায়ও, আমার ভাই সাথে যায়। ছেলে র বাবা-মা র জন্য হয় ছেলে করবে না হয় এজন্য কাজের লোক রাখবে এমন কথা ওর. আমি তখন প্রতিবাদ করেছিলাম।
কিন্তু এরপর আমার নিজের সংসার এ অস্বাভাবিক অনেক কিছু ঘটে যায়- (আমরা ঐ মুহুর্তে অন্য কিছু ভেবেছিলাম, তখন আমার হাসবেন্ড সপ্নেও উলটা পাল্টা অনেক কিছু দেখেন ফজর এর আগে পরপর দুইদিন)- কিন্তু সব দিক মিলায় বুঝতেছিনা আসল কারন টা কোথায়, এবং কি। কারন এরপর থেকে আমার জীবন তা পুরাই তছনছ হয়ে যায়।
আমার ভাই আমার হাসবেন্ড এর নাম ও শুনতে পারেনা এরপর থেকে, অথচ সে আমার ভাই কে ল্যাপটপ কিনে দেয়, অনেক ভাবে সাহায্য করে, কিন্তু আমার ভাই সব ভুলে গেছে আশ্চর্যজনকভাবে। আমার এবং আমার বাবা-মা এর সাথেও উলতা পাল্টা অনেক ব্যবহার করছে, করে, ওর সাথে আমার সম্পরক থাকবেনা এমন অবস্থা, যেমনটা ওর শ্বাশুড়ির তার ভাই এর সাথে সম্পরক নেই। ওর শ্বাশুড়ি তার ভাই এবং বউ এর ব্যাপারে যা বলে সেগুলে ওর নিজের বউ যে আরও বেশি করতেছে সেটা বুঝেনা, মিথ্যা বলতেছে বুঝেনা, নামায পরতে বলা যাবেনা। কি হচ্ছে, আমরা কিছুই বুঝতেছিনা। একদম ই অন্ধ হয়ে গেছে আমার ভাই। ওর আখিরাত এর ব্যাপারেও বুঝতেছেনা।
এসব কি তাদের হুজুর বা অন্য কোনভাবে করা সম্ভব? এখন চারদিকে অনেকেই দেখি বলে হুজুর দিয়ে সমাধান হয়ে গেছে, খুব ভাল আছি এমন একটা অবস্থা, আমাদের কি করা উচিত?