اسلم عليكم و رحمةلله ؤ بركةه
আমার বাসায় বিভিন্ন অমুসলিম দেশ থেকে কিছু সাবান, শ্যাম্পু, ক্রিম,সিরাম ইত্যাদি আনা হয়েছে। এখন যেহেতু অমুসলিম দেশ তাই হালাল না হারাম তা চেক করার জন্য আমি একটা আ্যপ ডাউনলোড করি। সেখানে বারকোড স্ক্যান করার পর একবার দেখায় হালাল আবার কিছুদিন পর দেখায় মাশবুহ মানে সন্দেহাতীত। প্রায় সময়ই গ্লিসারিন কে সন্দেহজনক পণ্য হিসেবে দেখায়। আমার কথা হলো যেহেতু উনারা একটা পণ্য পরে মাশবুহ দেখায় তাহলে প্রথমে এটাকে কেনো হালাল বলছে?আর এরকম ৫ টা পণ্যের বেলায় করেছে।এখন আমি কি এই প্রসাধনী গুলো ব্যাবহার করতে পারবো?
আর অন্য কোনো তেমন কিছু যাচাই করার জন্য পাচ্ছি না।