আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি একটি পেজ থেকে কিছু পণ্যের সাথে একটা চকলেট ক্রিম অর্ডার করি।
পণ্য গুলো যখন আসে তখন চকলেট ক্রিমের যেই ছবিটা দেখে আমি অর্ডার করেছিলাম, সেটা পাইনা বরং অন্য একটা কৌটা আসে যার কালার ও কৌটা কোনোটারই ছবির সাথে মিল ছিলনা,
তাই আমি পেজে আমার কাছে পাঠানো কৌটার ছবি দিয়ে "এটা কি জিনিষ" জানতে চাইলে তারা বলে, এটা একটা বিউটি প্রোডাক্ট।
অথচ আমি স্মেল দিয়ে বুঝেছিলাম যে,এটা খাবার জিনিস, তবে ওদেরকে এটা বলিনি। (ভেবেছিলাম আমার অর্ডার করা চকলেট ক্রিম পেলে নিশ্চিত হলে পড়ে বলব )
আমি বললাম যে, আমি তো বিউটি প্রোডাক্ট টা অর্ডার করিনি।
তারা বলল; এটা হাদীয়া "।
এরপর যেহেতু হিসেবে চকলেট ক্রিম আসেনি, তাই পেজ থেকে আবার চকলেট ক্রিম পাঠানো হয়।
তখন দেখি এটাও আগেরটার মত সেম। অর্থাৎ আমি নিশ্চিত হলাম, "যে ছবি দেখে অর্ডার করেছি সেটা চাইলে এটাই দেয় তারা।"
তখন আমি বললাম; "এখন চকলেট ক্রিম পাঠানোতে বুঝতে পারলাম যে,আপনি যে বিউটি প্রোডাক্ট হাদীয়া দিয়েছেন, সেটা আসলে চকলেট, তবে আমি যে ছবি দেখে অর্ডার করেছি তার সাথে না মিলায় আপনাকে জিজ্ঞেস করে জেনেছিলাম এটা বিউটি প্রোডাক্ট। আমি এটা ইনটেক রেখেছি এখন হাদীয়া দেয়ার উদ্দেশ্য এটা না হলে ফেরত নিতে পারেন।
পেজ বলল; ফেরত দিতে চাইলে আপনাকে চার্জ দিতে হবে।
চার্জ দেয়ার ভয়ে আমি বললাম; 'হাদীয়া কেন ফেরত দিব! ছবির সাথে না মিললেও খেতে মজাদার, খুশি খুশি খাবো।জাযাকাল্লাহ।"
এই উত্তর দেখে তারা চুপ হয়ে যায়।
এখন আমি যেহেতু যেমন এড দেখে অর্ডার দিয়েছি তেমন পাইনি, এবং তারাও যেহেতু না চিনে অন্য জিনিস মনে করে "হাদীয়া" বলে দিয়েছে, এবং আবার পাঠিয়েছে।
তাই এখন কি আমার জন্য এটা খাওয়া জায়েজ হবে?
নাকি আমাকে টাকা খরচ করে এটা ফেরত পাঠাতে হবে?