বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যার তাকদীরে যখন যেই জায়গায় মৃত্যু লিখা রয়েছে, সেই জায়গায় নির্ধারবত সময়ই মৃত্যু আসবে। উক্ত সময় থেকে থেকে এক মিলি সেকেন্ডও বেশকম হবে না। বরং নির্ধারিত সময় অবশ্যই মৃত্যু আসবে।
আল্লাহ তা'আলা বলেন,
وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ
প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।(সূরা আ'রাফ-৩৪)
আল্লাহ তা'আলা আরো বলেন,
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।(সূরা লুকমান-৩৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ICU তথা ভেন্টিলেশন খুলতে mercy killing মনে করা সঠিক হবে না।কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে।সুতরাং ICU কে জীবন রক্ষাকারী বিবেচনা করা আল্লাহর সার্বভৌমত্বের পরিপন্থি। আল্লাহ ক্ষমাকারী।