আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত এপ্রিল মাসের ২৬ তারিখ আমার বিয়ে হয় পারিবারিক ভাবে। বিয়ের পরই আমি বুঝতে পারি ছেলের চরিত্রে সমস্যা আছে। সে বিয়ের চারদিন পরই আমাকে বলে তার বন্ধুর সাথে আমাকে একচেন্জ করে দেখবে তার বন্ধুর বউ কেমন আর আমি কেমন মানে শারীরিক ভাবে কেমন। আরও বলে আমাকে নাকি বিয়ের আগে ফিজিক্যালি চেক করে নেওয়া উচিত ছিল, আমার সামনে অন্য মেয়েদের ছবি জুম করে করে দেখে, আমাকে বলে অন্য মেয়েদের বিয়ে করলে ভালো ছিল, অন্য মেয়েদের দেখলে তার শরীর গরম হয়ে যায়, অন্য মেয়েদের সাথে স্বপ্নে সে সহবাস করে তার স্বপ্ন দোষ হয়। আমি তার থেকে লম্বা এবং ফর্সা। তাও সে আমায় বলে আমি খাটো আমি সুন্দর না। কাবিন দিতে পারবে না বলে সে বাধ্য হয়ে আমার সাথে সংসার করে। আজ দুই মাস হল আমি বাবার বাড়ি এসেছি সে একটি বার আমার খবর পর্যন্ত নেয় নি। উল্টো তার মা বোন আত্মীয় স্বজনদের কাছে আমার নামে মিথ্যা বলে বেড়ায়। এই ৬ মাসে সে আমাকে শুধু সাড়ে তিন হাজার টাকা দিয়েছিল আমার পরীক্ষার যাতায়াত খরচ বাবদ তাও সেটা বিয়ের দুই মাসের মধ্যে। এরপর আর কোনো খরচ ই দেয় নাই। আমিও তার কাছে কোনো কিছু চাই নি কখনো তাও সে বলে আমি লোভী, সবার কাছে বলে বেড়ায় আমি টাকার জন্য নাকি ঝগড়া করি। এখন সে বলে সে আমার কোনো খরচ দিবে না। তার সাথে নরমাল কোনো কথা বললেও সে সেটা তার মা-বোনদের বলে যার কারণে আমি বিনা দোষে ই তাদের কাছে খারাপ হয়ে গেছি। আমি শুধু ই তার শারীরিক চাহিদা এর বাইরে আমার প্রতি তার কোনো ই টান নেই। এর মাঝে আমি কন্সিভ করি। আমার এত অসুস্থতার মাঝে আমাকে ডাক্তার দেখাবে দূরের কথা একটাবার আমার খবরও নেয় নি। এখন যদি আমি বাচ্চাটা রাখি তবে বাচ্চার জন্য আমাকে এই চরিত্রহীন, দ্বায়িত্বহীন লোকের সংসার করতে হবে। এই অবস্থায় হার্টবিট আসার পর বাচ্চাটা নষ্ট করা কি আমার জন্য জায়েজ হবে? বাধ্য হয়ে ই আজ আমি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। আমাকে তাড়াতাড়ি উত্তর জানালে উপকার হয়।
আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করবেন।