আসসালামু আলাইকুম
১.আমার ১২/১৪ বছরের কাযা রোজা রাখার নিয়ত করেছি আজই প্রথম আদায় শুরু করার ইচ্ছা ছিলো - এ নিয়ে যদি বলতেন, আমার কিভাবে আদায় করা উচিত? কাফফারা আদায়ের সামর্থ্য নেই, সাথে এতোগুলো দিন এর কাযা কি টানা আদায় করে যাবো?
২.আমি আজ মুস্লিম ডে app দেখে সেহরি করছিলাম, সেখানে ৪.৪১ পর্যন্ত দিয়াছিল সেহরির সময়, কিন্তু ৪.৪২ এ আবার ফজর শুরু, আমি খাওয়া শেষ না করতেই আযান
এখন আমার রোযা কি হবে?
( আমি ভাংগছি এখন আবার নাস্তা করে, মনে হলো যেহেতু ফজরের ওয়াক্ত হলো তাই হয়তো রোযা হবে কিনা।)