আসসালামু আলাইকুম ।
আল্লাহ তা'আলার রহমতে আমার এবং আমার স্বামীর মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান ।
আমার একজন আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে আমার মা-বোনের সাথে ঢাকার বাইরে যাবার কথা , আমার স্বামী সাথে যাবে না । উনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যাবার জন্য, কিন্তু উনি যাবেন না । কয়েকদিন আগে ওনার এই না যাবার বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল । কিন্তু পরে সব স্বাভাবিক হয়ে গেছে । উনি আমাকে দাওয়াত খেতে যেতে নিষেধ করেন নাই, কিন্তু উনি যাবেন না । আমাকে আমার মা আর বোনের সাথে দাওয়াত খেতে যেতে বলেছেন । আমার বাবাকে ফোন করে বলেছেন যেন আমাকে আমার মা-বোনের সাথে দাওয়াত খেতে নিয়ে যায় । নরমাল ভাবেই বলেছেন । কিন্তু আমার মনে হয় যে আমি না গেলেই উনি খুশি হতেন , হয়তো মনে মনে চাচ্ছেন যেন আমি না যাই, কিন্তু মুখে যেতে মানা করছেন না , মুখে দাওয়াত খেতে যেতে বলছেন ।
এখন ঢাকার বাইরে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি, তাই আজকে এটা নিয়ে কথা বলতে বলতে বিভিন্ন কথা বলছিলাম আমার স্বামীর সাথে । আমি দাওয়াত খেতে যাবার আগে আমার স্বামীর জন্য রান্না করে রেখে যাবো দেখে আমি নরমালভাবেই বলেছি যে, আমি তোমার স্ত্রী হিসেবে তোমার জন্য রান্না করে রেখে যাচ্ছি, তুমি স্বামী হিসেবে কি করতেছ ? আমার স্বামী বলেন যে, স্বামী হিসেবে তোমাকে মুক্ত করে দিচ্ছি দুইদিনের জন্য । একটু থেমেই বলে যে, দুই দিনের জন্যই তো যাচ্ছ, শনিবারই তো আসবা মনে হয় । কথাগুলো বলার সময় উনি একটু থেমে থেমে বলেছেন ,
যেমন , স্বামী হিসেবে তোমাকে মুক্ত করে দিচ্ছি বলার পরে কয়েক সেকেন্ড থেমে বলেছেন দুইদিনের জন্য ।
আমার যতোটা মনে আছে আমি সেভাবে এইখানে প্রশ্ন করার সময় লেখার চেষ্টা করেছি , হয়তো সব কথা হুবহু লিখতে পারি নাই, কিন্তু যতটা মনে পড়ে আমার স্বামী কথাগুলো এভাবেই আমাকে বলেছিলেন । আমার কোথাও ভুল হয়ে থাকলে যেন আল্লাহ তা'আলা আমাকে মাফ করে দেন, আমিন ।
তখন আমার স্বামী আমাকে ঐসব কথা বলার সময় উনার তালাকের নিয়ত ছিল কিনা জানি না । আমি উনাকে জিজ্ঞেস করি নাই যে উনি কি তালাকের নিয়তে এইসব কথা বলেছেন কিনা । উনি মনে মনে রাগ করে বা অভিমান করে এসব কথা বলেছেন কিনা সেটাও আমি সম্পূর্ণভাবে নিশ্চিত না । আমি উনাকে জিজ্ঞেস করি নাই যে উনি কোন নিয়তে কেন আমাকে এইসব কথা বলেছেন ।
এসবের কারনে কি কোনো সমস্যা হয়েছে ? আমি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আছি ।