আসসালামু আলাইকুম।
আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমন দুটি প্রশ্ন রয়েছে। একটু বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ
১. আমার দীর্ঘদিন যাবত একটি সমস্যা হচ্ছে (১বছর+)। আমি প্রশ্রাব করার পরও অন্তত ২০/২৫ মিনিট প্রশ্রাবের রাস্তা দিয়ে সামান্য পরিমাণে প্রশ্রাব বের হতে থাকে। এটাকে ড্রিবলিং বলা হয়। এটি শুধু প্রশ্রাবের ক্ষেত্রে না, এই রাস্তা দিয়ে যেকোনো কিছু বের হলেই তা হয়। এরজন্য প্রায়ই নামাজ কাযা হচ্ছে বা জামাত মিস হচ্ছে, বা বাহিরে থাকলেও প্রশ্রাব করতে পারি না, করলে কাপড়ও নষ্ট হয়। আমি ডাক্তার দেখিয়েছি, উনি বলেছেন এখানে কোনো সমস্যা নেই কিন্তু ঔষধ দিয়েছিলেন ১ মাস খেতে, খাওয়ার পরও ঠিক হয় নি। এখন ভাবছি, আরেকটি ভালো ডাক্তার দেখাব। আমি যতই সতর্কতা বা আগেই করে ফেলি না কেনো, নামাজের এমন সিচুয়েশনে পরতেই হয় যখন হয় ড্রিবলিং হচ্ছে অথবা কাপড় অপবিত্র হয়ে গিয়েছে।সতর্কতার পরও অনেক সময় বাসায় পরতে হয় বা মাঝে মাঝে কাযাও হয় বা এমন সময় কি করণীয় যখন বেশি প্রশ্রাবের চাপ আসে, কিন্তু এখন করলে জামাতের সালাত আদায় করতে পারব না অথবা নামাজ কাযা হবে? অথবা বাসার বাহিরে দীর্ঘক্ষণ থাকলে এমন সিচুয়েশনে কি করণীয়, একটু বিস্তারিত জানাবেন।
২. আমার পূর্বে হস্তমৈথুনের অভ্যাস ছিলো। আলহামদুলিল্লাহ আগের মতো নেই। কিন্তু হটাৎ হয়ে যায়। তার আগে আমি আল্লাহকে ভয় করে, খুবই কষ্ট করে ধৈর্য ধরি, অনেক কষ্ট হবার পরও না পেরে উঠলে করা হয়ে যায়।
প্রশ্ন হচ্ছে করে ফেলার পর, পূর্বে যে আল্লাহর জন্য কষ্ট করে ধৈর্য ধরেছি, সেইগুলোর সাওয়াবগুলো কি নষ্ট হয়ে যাবে?
ধন্যবাদ।