ইসলামে নারীদের কে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, সবকিছুর দিক দিয়ে তাদের কে প্রাধান্য দেওয়া হয়েছে, এটার জন্য আমি মন থেকে শুকরিয়া আদায় করি!
আমি মেয়ে, একইসাথে বিবাহিত এবং ডিভোর্সও হয়ে গেছে , গত কয়েকদিন ধরে আমার মনে প্রানে একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে, মেয়ে মানুষের বিয়ে করতে হবে, সংসার করতে হবে, শেষ অবধি শশুর বাসায় থাকতে হবে, শশুর বাড়ির সবার কথা মতো চলতে হবে, স্বামীর এর কথা অনুযায়ী চলতে হবে,
কিন্তু কেন?
বিয়ে না করলে কি জীবন কাটানো যায়- না, আমি কেন অন্যের ঘরে গিয়ে তার পরিবারের সবার সাথে তালে তাল মিলিয়ে চলবো,কেন আমি সবার কথা শুনবো, কেন আমি ছেলেটার সাথে এক বিছানায় ঘুমাবো,কেন আমি তার সন্তান দের কে লালন-পালন করবো,আমি কেন ঐ ছেলের ঘর সামলাবো, আমি কেন ঐ ছেলেকে হাসি-খুশি রাখার চেষ্টা করবো?
কি দরকার এসবের?
এসব ছাড়া কি বেঁচে থাকা যায়-না?
হ্যাঁ এটা ঠিক যে, বাবা-মায়ের পরে অভিভাবক হিসেবে একজন মানুষ দরকার,কিন্তু আমি ঠিক থাকতে আমার আবার অন্য অভিভাবক এর কি দরকার, আমিই যদি আমার নিরাপত্তা দিতে পারি,তাহলে অন্যজনের কি দরকার,আমি কেন অন্য একটা ছেলের সাথে সংসার করবো,এটাই আমার আসতেছে- না, এটা কোন ধরনের নিয়ম ,সারাজীবন একা থাকলে কি দিন পার হই- না নাকি, বিয়ে না করলে কি খুব বড় ক্ষতি হয়ে যায়- নাকি, মানুষ কেন বিয়ে করে,এরা কি সুখে থাকতে ভুতের কেলানি খাওয়ার জন্য বিয়ে করে ,এরা কি সিঙ্গেল লাইফের শান্তি অনুভব করে-না,
আমার যে আবার অন্য মন-মানসিকতা চলে এসেছে এমন নয়।