আসসালামু আলাইকুম৷ পাত্র সবদিকেই ভালো নামায কালামী, ঠান্ডা মেজাজী, সৎ আছে। কিন্তু যে জব করে সেটায় সুদ আছে৷ পাত্র নিজে বলেছে পাত্রীর ভাইয়ের কাছে। সে বলছে, বিসিএস এর ভাইবা দিছে এজন্য ১ বছর দেরী করবে এরপর এটা হলে এটায় যাবে না হলেও অন্য চাকরিতে ঢুকে যাবে। সুদ আছে জানার পরও এখন কি পাত্রীর জন্য বিয়ে করা ঠিক হবে যেহেতু ছেলে সৎ আছে? পাত্রী নামাজ, পর্দা করে। পাত্রীর বয়স ২২। সে জেনারেলে লাইনে পড়ে। আল্লাহর রহমতে হেদায়েত পায়। আলহামদুলিল্লাহ ইসলাম মেনে চলার চেষ্টা করে। পরিবার থেকে ছেলে দেখছে। কিন্তু ওরকম ছেলে পাচ্ছে নাহ। একদিক হলে অন্যদিক হচ্ছে নাহ৷ বয়সও হয়ে যাচ্ছে। এমতাবস্থায় তার কি করা উচিত।