ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী বোন!
পুরুষ শিক্ষক তিনি ছাত্রকে প্রাইভেট পড়াবেন বা ছাত্রদের থিসিসপত্র নিবেন।আর ছাত্রীদেরকে নারী শিক্ষকই প্রাইভেট পড়াবেন থিসিস পত্র নিবেন।যদি কোথাও পুরুষ শিক্ষক, ছেলে শিক্ষার্থীকে না পান এবং মেয়ে শিক্ষার্থীরা, নারী শিক্ষিকা-কে না পায়।
এমন পরিস্থিতে শিক্ষার স্বার্থে কয়েকটি শর্তে বিপরিত লিঙ্গের কাউকে পড়ানোর ব্যাপারটা অনুমোদনযোগ্য হতে পারে।
(১) ফিতনার আশংকা থাকতে পারবে না।যখনই শয়তান মনের মধ্যে কিছু আনয়ন করবে, সাথে সাথেই তখন পড়ানোকে বাদ দিতে হবে।
(২) যতক্ষণ পড়াবেন ততক্ষণ মেয়ে শিক্ষার্থীর একজন মাহরাম পুরুষ সেখানে উপস্থিত থাকবেন বা এক সাথে কয়েকজন মেয়ে শিক্ষার্থীকে পড়াবেন।
(৩) মেয়ে শিক্ষার্থীরা পরিপূর্ণ হেজাব পড়ে ক্লাস নিবেন।
(৪) মেয়ে শিক্ষার্থীর সাথে নরম ভাষায় কথা বলা যাবে না।
(৫) এছাড়া ফিতনামুক্ত পরিবেশ গড়ার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রশ্নকারী দ্বীনী বোন!
১. সর্বপ্রথম তিনি চেষ্টা করবেন ও খুঁজবেন যে, বাংলাদেশে কোথাও মহিলা টিচার দ্বারা থিসিস নেওয়া হয় কি না। বিশেষ করে IOM এর কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।
২. প্রশ্নোক্ত ক্ষেত্রে উপরোক্ত সকল শর্ত মানতে হবে। একাকী ফোনে ঐ শিক্ষকের সাথে কথা বলা যাবে না বা একাকী নির্জন স্থানে দেখা সাক্ষাৎ করা যাবে না।
সর্বোপরি আমরা পরামর্শ দিব যে, স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া তার জন্য উত্তম হবে।