আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
123 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (10 points)
(

আসসালামু আলাইকুম হুজুর, একজনের বিষয়ে জানতে চাচ্ছিলাম । একজন মুসলিম ভাই বিভিন্ন বিজ্ঞাপনের জন্য ভয়েস অডিও রেকর্ড করে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করে। একদিন সে হিন্দুদের কাছে অডিও বিক্রি করার জন্য কিছু হিন্দু বই কিনে এবং সেই বইগুলো মাইক্রোফোনের সামনে পড়ে রেকর্ড করে। যেহেতু সে যে বইটা পড়েছে সেটা হিন্দুদের বই, এবং হিন্দুদের বইতে অনেক শিরক ও কুফুরি শব্দ ছিল, যার কারণে তার ইমান ধ্বংস হয়ে গেছে। সে নিজেও জানতো যে এগুলো পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কিন্তু তার ইমান দুর্বল থাকার কারণে সে এটা তক্কা করেনি। জেনে শুনে সে এই কাজটা করেছে। পরে যখন সে বুঝতে পারে যে তার ইমান নবায়ন করা জরুরি, সে সাথে সাথে কালিমা শাহাদাত পড়ে ইমান নবায়ন করে নেয়। সে শিরক কুফুরি কাজ আর কোনো দিন করবে না বলেও প্রতিজ্ঞা করেছে।


এখন সে তার গলায় রেকর্ড করা যে শিরক কুফুরি অডিও ছিল সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করার উদ্দেশ্যে আপলোড করে রেখেছে। তার রেখে যাওয়া রেকর্ড করা শিরক কুফুরি অডিও সেই সমস্ত ওয়েবসাইটে বিক্রি হচ্ছে এবং প্রতিবার বিক্রি হওয়ার ফলে সে সেই ওয়েবসাইট থেকে টাকা পাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, সে তার ইমান নবায়ন করেছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া শিরক কুফুরি অডিও সে ডিলিট করেনি। উল্টো সেগুলো ওয়েবসাইটে আপলোড করা আছে এবং সেগুলো প্রতিনিয়ত মানুষের কাছে বিক্রি হচ্ছে এবং সে সেই ওয়েবসাইট থেকে তার অডিও বিক্রির টাকা পাচ্ছে। এবং সে কিন্তু আর কোনো শিরক কুফুরি কাজ করেনি যেহেতু সে প্রতিজ্ঞা করছে যে  এই কাজ আর করবে না, কিন্তু তার রেকর্ড করা শিরক কুফুরি অডিও ওয়েবসােইটে থেকে গেছে এবং সেখান থেকে সে ঠিকই টাকা পাচ্ছে। তাই তার কি ইমান কবুল হয়েছে?  যদি তার রেখে যাওয়া কুফুরি কাজ থেকে টাকা ইনকাম করে। তার কি কালিমা শাহাদাত কবুল হবে? যদি কালিমা শাহাদাত কবুল হয়ে থাকে এটা কিসের জন্য কবুল হবে? কারণ তার রেখে যাওয়া শিরক কুফুরি থেকে সে টাকা ইনকাম করছে এটাতো কবুল হওয়ার কথা না।

1 Answer

0 votes
by (64,500 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/5905/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে, 
তাওবা ও ইস্তিগফার মুমিন জীবনের সার্বক্ষণিক ওযীফা। 

আল্লাহ তাআলা তো বলেছেন,
قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” সূরা যুমার, আয়াত নং - ৫৩

হাদীসে এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তর থেকে এক শতবার তাওবা-ইস্তিগফার করতেন। (সহীহ বুখারী, হাদীস : ৬৩০৭; সহীহ মুসলিম, হাদীস : ২৭০২)

রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে-
التائب من الذنب كمن لا ذنب له
অর্থঃ গুনাহ থেকে তাওবাকারী ঐ ব্যক্তির ন্যায় যার কোন গোনাহ নেই।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০

খাঁটিভাবে তাওবা করলে আল্লাহ্ তাআলা অতীতের ছোট বড় সমস্ত গোনাহ মাফ করে দেন। তবে বান্দার কোন হক নষ্ট করে থাকলে তাওবার পাশাপাশি তাকে তার হক তাকে বুঝিয়ে দেওয়া বা মাফ চেয়ে নেওয়া জরুরী।

তাওবা তিনটি জিনিসের সমন্বয়-
এক. পূর্বের গোনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া। আর অপরের হক নষ্ট করলে তা তাকে বুঝিয়ে দেওয়া বা মাফ চেয়ে নেওয়া।

দুই. ভবিষ্যতে গোনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা।

তিন. আল্লাহ্ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা।
আর ইস্তেগফার হলো শুধু মৌখিকভাবে আল্লাহ্ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা।
,
★তবে শুরুতে ২ রাকাত তাওবার নফল নামাজ পড়ার পর তওবা করা উত্তম, সুন্দর পদ্ধতি, এটাই বুযুর্গানে দ্বীনদের বাতলিয়ে দেওয়া আমল।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

তাকে ঐ শিরক ও কুফরের অডিওগুলো ওয়েবসাইট থেকে ডিলিট করে দিতে হবে এবং বিক্রয় করা বন্ধ করে দিতে হবে। কারণ এগুলো বিক্রয় করা ইনকাম হারাম।
তার কালিমায়ে শাহাদাত কবুল হওয়া ও না হওয়া সম্পর্কে আল্লাহ তা'আলা ভালো জানেন। 

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (10 points)
edited by
ধন্যবাদ, আমি জাস্ট প্রশ্নর এন্সার টা জানতে চাচ্ছিলাম।  যদি সে খাস দিলে তওবা করে কিন্তু সে যদি কুফুরি অডিও গুলা ডিলেট না করে এবাং সেখান থেকে টাকা কামাই করে, সে খাস দিলে তওবা করার জন্য সে মুসলিম হতে পারবে যদিও সে অডিও গুলা না ডিলেট করে? মানে সেই অডিও গুলার ডিলেট না করার কারনে কি সে মুসলিম হতে পারবে না?  অডিও গুলার কারণে তাকে মুসলিম হতে বাধা দিবে? 
by (64,500 points)
ভাই! পরিপূর্ণ তাওবা করার জন্য তো পূর্বের সমস্ত গুনাহের উপকরণ বন্ধ করে দেওয়া। এটা একটি শর্ত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকে অবশ্যই পরিপূর্ণ তওবা করার জন্য পূর্বের ওই অডিও ক্লিপগুলো ডিলিট করে দিতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...