আসসালামু আলাইকুম।
একজন যদি গোপনে বিয়ে করে, আর,তারপর তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায়,১ তালাক দিয়ে,আর এরকম কথা হয় তাদের মধ্যে যে তারা আর এক হবেনা।হলেও ৪,/৫ বছর পর আবার বিয়ে করে এক হবে,এই পর্যন্ত তাদের মধ্যে আর যোগাযোগ হবেনা।
কিন্তু, তারা বিয়ের আগেও গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ছিলো,তারপর বিয়ে করে আর,তারপর আবার আলাদা হয়ে যায় ১ তালাক দিয়ে।কিন্তু, ১ তালাক দেওয়ার পর শারীরিক চাহিদা জাগার পর ছেলেটা মেয়েটাকে আবার নক করে,তবে,এটা বলে যে আমি তোমাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করবোনা,আমাদের সম্পর্ক হবে জাস্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো।এর থেকে বেশি কিছু না।আর,তারপর যদি তারা ইদ্দত পালন শেষ হওয়ার আগেই আবার শারীরিক সম্পর্ক করে ফেলে তবে কি তাদের মধ্যে আবার বৈবাহিক সম্পর্ক শুরু হয়ে যায়?নাকি স্ত্রী হিসেবে গ্রহণ না করায় তালাক কার্যকর থাকে।আর,তারা যে সম্পর্ক করলো তা জিনা হবে?আর,তখন কি ইদ্দত পালনের সময়টুকু অর্থাৎ তিন হায়েজ পর বিবাহ পুরোপুরি বাতিল হয়ে যাবে?ওদের হালালভাবে পাওয়ার জন্য কি আবার বিয়ে করতে হবে?আর,ইদ্দত চলাকালীন সময় ছেলোটা মেয়েটাকে স্ত্রী হিসেবে আর গ্রহণ করোনি,তবে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে,শুধু চাহিদার জায়গা থেকে ১/২ দিন
।তবে,এখন তাদের পাপবোধ জাগ্রত হওয়ায় তওবাহ করতে চাচ্ছে, এখন কি আবার বিয়ে করত হবে? বিবাহের সম্পর্কেটাকি টিকে আছে?নাকি তিন হায়েজ শেষ হওয়র সাথে সাথে বাতিল হয়ে গেছে।