আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
83 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম।
একজন যদি গোপনে বিয়ে করে, আর,তারপর তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায়,১ তালাক দিয়ে,আর এরকম কথা হয় তাদের মধ্যে যে তারা আর এক হবেনা।হলেও ৪,/৫ বছর পর আবার বিয়ে করে এক হবে,এই পর্যন্ত তাদের মধ্যে আর যোগাযোগ হবেনা।

কিন্তু, তারা বিয়ের আগেও গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ছিলো,তারপর বিয়ে করে আর,তারপর আবার আলাদা হয়ে যায় ১ তালাক দিয়ে।কিন্তু, ১ তালাক দেওয়ার পর শারীরিক চাহিদা জাগার পর ছেলেটা মেয়েটাকে আবার নক করে,তবে,এটা বলে যে আমি তোমাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করবোনা,আমাদের সম্পর্ক হবে জাস্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো।এর থেকে বেশি কিছু না।আর,তারপর যদি তারা ইদ্দত পালন শেষ হওয়ার  আগেই আবার শারীরিক সম্পর্ক করে ফেলে তবে কি তাদের মধ্যে  আবার বৈবাহিক সম্পর্ক শুরু হয়ে যায়?নাকি স্ত্রী হিসেবে গ্রহণ না করায় তালাক কার্যকর থাকে।আর,তারা যে সম্পর্ক করলো তা জিনা হবে?আর,তখন কি ইদ্দত পালনের সময়টুকু অর্থাৎ তিন হায়েজ পর বিবাহ পুরোপুরি বাতিল হয়ে যাবে?ওদের  হালালভাবে পাওয়ার জন্য কি আবার বিয়ে করতে হবে?আর,ইদ্দত চলাকালীন সময় ছেলোটা মেয়েটাকে স্ত্রী হিসেবে আর গ্রহণ করোনি,তবে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে,শুধু চাহিদার জায়গা থেকে ১/২ দিন

।তবে,এখন তাদের পাপবোধ জাগ্রত হওয়ায়  তওবাহ  করতে চাচ্ছে, এখন কি আবার বিয়ে করত হবে? বিবাহের সম্পর্কেটাকি টিকে  আছে?নাকি তিন হায়েজ শেষ হওয়র সাথে সাথে বাতিল হয়ে গেছে।

1 Answer

0 votes
by (583,050 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথম ও দ্বিতীয় তালাকের পর রাজআত করা যায়।তথা ইদ্দতের ভিতর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে।এরজন্য কোনো আনুষ্টানিকতার প্রয়োজন নেই।
রাজআতের পদ্ধতি সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় উল্লেখ করা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

এক কিংবা দুই তালাকের পর ১/২ বার সহবাস করার দ্বারা - চায় সহবাস শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের জন্য হোক বা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার নিমিত্বে হোক- এই সহবাস দ্বারা এমনিতেই রাজ'আত হয়ে যাবে।  সুতরাং তারা এখনো স্বামী স্ত্রী। হ্যা, যদি স্ত্রী  স্বামীর সাথে জোরজবরদস্তি মূলক সহবাস করে, এতে স্বামীর কোনো আগ্রহই না থাকে, তাহলে তখন সেই সহবাস দ্বারা রাজ'আত হবে না। 
إذَا كَانَ اللَّمْسُ وَالنَّظَرُ مِنْ غَيْرِ شَهْوَةٍ لَمْ يَكُنْ رَجْعَةً بِالْإِجْمَاعِ كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ -
لَا فَرْقَ بَيْنَ كَوْنِ الْقُبْلَةِ وَالنَّظَرِ وَاللَّمْسِ مِنْهَا أَوْ مِنْهُ فِي كَوْنِهِ رَجْعَةً إذَا كَانَ مَا صَدَرَ مِنْهَا بِعِلْمِهِ وَلَمْ يَمْنَعْهَا اتِّفَاقًا فَإِنْ كَانَ اخْتِلَاسًا مِنْهَا بِأَنْ كَانَ نَائِمًا مَثَلًا لَا بِتَمْكِينِهِ أَوْ فَعَلَتْهُ وَهُوَ مُكْرَهٌ أَوْ مَعْتُوهٌ ذَكَرَ شَيْخُ الْإِسْلَامِ وَشَمْسُ الْأَئِمَّةِ عَلَى قَوْلِ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ - رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى - تَثْبُتُ الرَّجْعَةُ هَذَا إذَا صَدَّقَهَا الزَّوْجُ فِي الشَّهْوَةِ فَإِنْ أَنْكَرَ لَا تَثْبُتُ الرَّجْعَةُ وَكَذَا إذَا مَاتَ فَصَدَّقَهَا الْوَرَثَةُ وَلَا تُقْبَلُ الْبَيِّنَةُ عَلَى الشَّهْوَةِ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ.- وَإِنْ شَهِدُوا عَلَى الْجِمَاعِ جَازَ إجْمَاعًا كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ - إذَا أَدْخَلَتْ فَرْجَهُ فِي فَرْجِهَا وَهُوَ نَائِمٌ أَوْ مَجْنُونٌ كَانَ رَجْعَةً اتِّفَاقًا كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ 

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক কিংবা দুই তালাকের পর ১/২ বার সহবাস করার দ্বারা রাজআত হয়ে যায়।  সুতরাং তারা এখনো স্বামী স্ত্রী। নতুন করে আর বিয়ের কোনো প্রয়োজনিয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...