বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَـٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভূলবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। (সূরা নিসা-১৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাতে নাপাকি থাকাবস্থায় জিলাপিকে ধরে নিলে, এবং জিলাপির শিরা হাতে লেগে গেলে, ঐ জিলাপিও নাপাক হয়ে যাবে। ভূলবশত এরকম নাপাক জিলাপি খেয়ে নিলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ ক্ষমাকারী।