আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্ন: আমার একজন বান্ধবী হারাম রিলেশন এ জড়িত ছিল।যার সাথে সম্পর্ক ছিল সেই লোকটার দুইটা বউ আছে এবং আমার বান্ধবী ছিল তার কলেজের স্টুডেন্ট । লোকটা বলে যে,সে আল্লাহর বিধান পালনে তৎপর এবং এজন্য একাধিক বিয়ে করেছে। লোকটি তার স্টুডেন্টদের বিভিন্ন দ্বীনি নসীহা দেয় এবং লোকটির দ্বীনদারিতা,ইলমি জ্ঞান দেখে আমার বান্ধবী তাকে পছন্দ করে। তাদের মধ্যে সম্পর্ক হয়। যদিও সম্পর্কের মধ্যে তথাকথিত কোনো অশ্লীলতা ছিল না।তারা শুধুমাত্র ফোনে কথা বলতো।কিন্তু একজন কলেজে পড়া অবিবাহিত মেয়েকে তার বাবা মা কখনোই দুইজন বউ ইতিমধ্যেই আছে, এমন কারো কাছে বিয়ে দিবে না।একারণে মেয়েটি আল্লাহর সন্তুষ্টি,পরিবারের সন্তুষ্টির উদ্দেশ্যে হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসেছে।লোকটিও এতে সম্মত হয়েছে। তবে আরেকটি জায়গায় সমস্যা হয়েছে। বর্তমানে মেয়েটা নিজের বাড়ি থেকে কসর পরিমাণ দূরত্বের অধিক দূরবর্তী একটি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করে ।বাড়ি থেকে কলেজের এই দূরত্ব সে একাকী মাহরাম ছাড়া যাতায়াত করে।যা শরীয়াহ অনুমোদিত নয় এবং তার পক্ষে কোনো মাহরাম সফরসঙ্গী জোগাড় করা সম্ভব নয়।এখন সেই লোকটি বলে যে,সে আমার বান্ধবীর সফরসঙ্গী হবে।তারা কখনো কথা বলবে না, তাদের মধ্যে সম্পর্ক ও চলবে না। শুধু মেয়েটার সেফটির দায়িত্ব নিবে। শরীয়াহ মোতাবেক এভাবে একটা নন মাহরাম পুরুষ নাকি নারীর জিম্মাদারী গ্রহণ করতে পারে।এই বিষয়ে লোকটি বিভিন্নভাবে হাদিস, যুক্তিতর্ক পেশ করে।
১.এখন আমার প্রশ্ন হলো, লোকটির এই কথাটি কতটা যুক্তিযুক্ত?
২.বাহ্যিকভাবে লোকটা খুবই দ্বিনদার। আমার বান্ধবী দ্বিনী সহবতে থাকতে চাই, একারণেই তাকে পছন্দ করেছেন।
কিন্তু লোকটাকে আমার কাছে চরিত্রহীন মনে হয়। কেননা তিনি দ্বিতীয় বিবাহ হারাম রিলেশনের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের ছাত্রীকে করে।
এই বিষয়টি আমি আমার বান্ধবীকে কিভাবে বোঝাতে পারি।
৩.আমার উল্লেখিত বান্ধবীর এখন করণীয় কি হবে?আর সে যাতে পুনরায় লোকটির ধূর্ততায় ফেতনায় না পড়ে যায়,সেই বিষয়টা আমি তাকে কিভাবে বোঝাতে পারি?
৪.শ্রদ্ধেয় উস্তাদের কাছে থেকে মেয়েটির জন্য কিছু নসীহা কামনা করছি।
৫.মাহরাম সফর সঙ্গী কোনো ভাবে জোগাড় করা না গেলে মেয়েরা কি একাকী যাতায়াত করতে পারবে?