বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যবস্তু ক্রয় করে, যেন তা কবজা করার আগে বিক্রয় না করে(সুনানু নাসায়ী-৪৫৯৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পণ্য হস্তগত করার পূর্বে বিক্রয় করা যাবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ক্রয় বিক্রয় জায়েয হবে না। হ্যা, আপনি কোনো প্রতিষ্টানের এজেন্ট হয়ে নিজেকে এজেন্ট ঘোষণার করে উক্ত প্রতিষ্টানের লেভেলে ক্রয়-বিক্রয় করতে পারবেন। তখন অগ্রীম মূল্য গ্রহণ করতে পারবেন। সেটা বয়ে সালাম হিসেবে বিবেচিত হবে।