১/আজকে নেফাসের ৫৪ দিন, এখনো রক্ত যায় অল্প অফ থেকে থেকে, আমি ৪১ দিন থেকে নামাজ পড়তেছি, এমন চলতে থাকলে প্রিরিয়ড ধরবো কোনদিন থেকে? এবং কতোদিন ধরবো?প্রগন্যান্সির আগে ৯ দিন থাকতো
এখন কি সহবাস করা জায়েজ?
২০২৩ এর নভেম্বরের ১৬ হইছে ২৫ তারিখ রাতে নামাজ পড়ছি।এরপর তো আর হয়নাই প্রেগন্যান্ট ছিলাম।
২/ বালিশে বাচ্চার প্রসাব লাগছে বেশি পরিমানে, এমন অবস্থায় এই বালিশে পুরো ভিজা চুলে শুলে কি চুল নাপাক হয়ে যাবে কভার পাল্টে নেওয়ার পরও?
ছেলে বাবু হওয়াতে প্রসাব ছিটে এদিক ওদিক, সাবধান থাকলেও লেগে যায় বালিশে,এক্ষেত্রে বালিশ পাল্টালেও লাভ হবে না, আর নতুন বালিশ বানানো সম্ভব না,কি করা উচিত আমার?
আমার ছেলের দেড় মাস বয়স, খাটের মাথায় প্রসাব ছিটে গেছে কয়েকদিন আগে, পরিমান বেশি, তারপর ওই প্রসাব শুকাই গেছে
আমি অল্প ভেজা চুল নিয়ে খাটের মাথায় হেলান দিয়ে মনে পড়ার সাথে সাথে উঠে গেছি, এখন কি ওই প্রসাবের জন্য চুল নাপাক হয়ে গেছে?যদি নাপাক হয়, সারাদিনে যে নামাজ পড়ছি, তা আবার কাজা করা লাগবে?
৩/ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু
আমার একটা বিষয় জানার ছিল
আমার সাথে প্রায় সময় এমন হয় যে আল্লাহকে কিছু বলতেছি তখন মনে হচ্ছে উনি আমার কথার রিপ্লাই দিচ্ছেন।
যেমন ধরুন,আমি আল্লাহকে বললাম আল্লাহ এই মুহুর্তে আমি কি করব? তখন যেন মনে হয় গায়েবি একটা কিছু বলছে ,,সবর করো,আল্লাহ আছেন তোমার সাথে। আবার দোআ এর বিষয়ে অনেক সময় যখন ভেঙ্গে পড়ি হঠাৎ কান্না থেমে যায় মনে হয় আল্লাহ বলছে, আমি পাবই ঐ জিনিসটা,উনি দিবেন আমাকে।
এমন কেন হয়? সত্যি কি আল্লাহর তরফ থেকে উত্তর পাই নাকি জ্বিন শয়তানের ধোঁকা? আল্লাহ কি সত্যি আমাদের সাথে কথা বলে আর বললেও সেটা আমরা শুনতে বা ফিল করতে পারি?
বি.দ্র: আমার জ্বিন যাদুর সমস্যা রয়েছে তাই এই জিনিসটা বুঝতে পারছি না কেন বা কার তরফ থেকে এইসব হচ্ছে।
৪/
জান্নাতি পোশাক সর্বপ্রথম আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ ( সাঃ) পাবেন,
কিন্তু তিনি পড়বেননা,
যিনি পড়বেন তিনি কে?
এটার উত্তর কি?