আসসালামু আলাইকুম। প্রিয় হযরত মেহেরবানী করে উত্তর দিবেন।
ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক ২ জন মুসলিম সাক্ষীর সামনে এভাবে ইজাব কবুল করে, ইজাব হয়েছে কিনা একটু ভালোভাবে দেখবেন হযরত,,
ছেলে : ৩০ হাজার টাকা দেনমোহরের বিনিময়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছি। (এইখানে বিয়ে করতে চাচ্ছি বলাটা কি ইজাব হবে? এটা কোন কাল বুঝায়??)
মেয়ে: কি? প্রস্তাব করছেন?
ছেলে: হুম
মেয়ে আলহামদুলিল্লাহ কবুল করছি।
১. প্রিয় হযরত,, এইখানে ছেলে যে বললো বিয়ে করতে চাচ্ছি, অনেক ভাবার পর দেখলাম এটা বলার দ্বারা বিয়ে করার ইচ্ছে কে বুঝায়, অর্থাৎ বিয়ে করতে চায় এমন টা বুঝায়, বিয়ে করছে বা করেছে, এই বাক্য দ্বারা তো এমন টা বুঝায় না, এইজন্য কি এটা ইজাব হবেনা? তাহলে কি বিয়ে অশুদ্ধ হয়েছে??
২.পরবর্তীতে মেয়ে যখন জিজ্ঞেস করেছে প্রস্তাব করছেন? ওনি যে হুম উত্তর দিয়েছে এইটুকুর দ্বারা ইজাব হবে কিনা। দয়া করে জানাবেন
জাজাকাল্লাহ খাইরান।