ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2091
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা। এই নাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্বর মালিক বুঝাতে ব্যবহার হয়েছে। যেহেতু কুরআনে নেককার বান্দাদের একজন হিসেবে এই নাম ব্যবহৃত হয়েছে, তাই এই নাম সন্তানের জন্য রাখা যেতে পারে। নাম রাখার ক্ষত্রে অর্থ বুঝে রাখাই উচিৎ। বিশেষ করে নবী এবং সাহাবীদের কারো নাম থেকে নাম বাঁচাই করা উচিৎ।
সিদরাতুল মুনতাহা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/93457