আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
390 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by
ঘুম থেকে জেগে মুখ হাত না ধুয়ে পানাহার যায়েজ?

1 Answer

+1 vote
by (588,780 points)
সমাধানঃ-

চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " রয়েছে,

يُسْتَحَبُّ بَعْدَ الاِسْتِيقَاظِ مِنَ النَّوْمِ أُمُورٌ
مِنْهَا: تِلاَوَةُ الأَْذْكَارِ الْمَأْثُورَةِ

وَمِنْهَا غَسْل الْيَدَيْنِ ثَلاَثًا قَبْل إِدْخَالِهِمَا فِي الإِْنَاءِ  لِحَدِيثِ: إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلاَ يَغْمِسْ يَدَهُ فِي الإِْنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلاَثًا، فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ

ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুটি জিনিষ মুস্তাহাব।তন্মধ্যে একটি হল,দু'অায়ে মাছুরা পড়া।

দ্বিতীয়টি হল, পাত্রে দুনু হাত প্রবেশ করার পূর্বে (তথা কোনো কিছুকে স্পর্শ করার পূর্বে দুনু হাত ধৌত করা)কেননা রাসূলুল্লাহ সাঃ এর বলেছেন।

যখন কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার হাতকে অজুর পাত্রে প্রবেশ না করে, যতক্ষণ না সে তার হাতকে তিনবার ধৌত করছে।

কেননা সে জানেনা তার হাত কোথায় রাত্রিযাপন করেছে।

সহীহ বুখারী,(ফতহুল বারী-১/২৬৩)

সহীহ মুসলিম-১/২৩৩

তথায় আরো বর্ণিত রয়েছে....

يُسْتَحَبُّ الاِسْتِيَاكُ بَعْدَ النَّوْمِ وَقَبْلَهُ

ঘুমানোর পূর্বে ও ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মিসওয়াক করা মুস্তাহাব।
হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাযি থেকে বর্ণিত,

أن النبي صلى الله عليه وسلم كان إذا قام في الليل يشوص فاه بالسواك "

রাসূলুল্লাহ সাঃ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজে দাড়াতেন,তখন মিসওয়াক করে নিতেন।

সহীহ বুখারী(ফতহুল বারী-১/৩৫৬)

সহীহ মুসলিম-১/২২০

(আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যাহ-৪২/২০)

সু-প্রিয় দ্বীনী ভাই!

ঘুম থেকে জাগ্রত হয়ে হাত-মুখ ধৌত করা মুস্তাহাব।

কেউ যদি না ধুয়ে পানাহার করে নেয় তবে সেটা জায়েয।কিন্তু মুস্তাহাব পদ্ধতির খেলাফ।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর প্রদাণে

মুফতী ইমদাদুল হক

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ।

সিলেট,বাংলাদেশ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...