আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
এক সময় আমরা উচ্চবিত্ত পরিবার ছিলাম। বংশীয় ভাবে আত্মীয় স্বজন সবাই বেশ ধনী। হঠাৎ করে একটা দূর্ঘটনায় আমরা আমাদের প্রায় সবকিছু হারিয়ে মধ্যবিত্ত পর্যায়ে চলে আসি। আমি একজন হেদায়েতপ্রাপ্ত মানুষ। দ্বীনে ফেরার আগে মাহরাম-নন মাহরাম পালন করি নাই, যেহেতু আমাদের উচ্চবিত্ত এলিট সমাজে দ্বীনের জ্ঞান কারোই নাই। এখন কথা হচ্ছে আমার তো আগে দ্বীনের জ্ঞান ছিলো না আর তখন চারপাশে সুন্দরী মেয়েদের দেখতে দেখতে আমার চোখ সয়ে গেছে। আমার পরিবার-বংশের মানুষজনও উল্লেখযোগ্য সৌন্দর্যের অধিকারী। সুতরাং এই ব্যাপার টা আমার কাছে বেশ নরমাল। এখন বেদ্বীন থাকা কালীন যে সৌন্দর্য আমার চোখে সয়ে গেছে এটা তো আর আমার দোষ না, কারন আমি তো জন্মগত ভাবে দ্বীন জানতামই না, আমাক কেউই শেখাতে আসেনি। এখন মূল সমস্যা হচ্ছে যে আমি যখনই বিয়ের জন্য পাত্রী তালাশের সময় দ্বীনদারি, পর্দাশীল হওয়ার সাথে একটু দেখতে মানানসই সৌন্দর্য চাই তখনই আমাকে বলা হয় আমি নাকি বেদ্বীন, লেবাসধারী ইত্যাদি কারন দ্বীনদার হলে নাকি সৌন্দর্য চাওয়াই যাবে না। আসলেই কি দ্বীনদার হলে মানানসই সৌন্দর্য চাওয়া নিষিদ্ধ?

নোট- এখন কিন্তু নজরের হেফাযত বেশ কঠোর ভাবেই পালন করি, মাহরাম, নন-মাহরামও মেন্টেইন করি। আর দ্বীনে ফেরার আগেও‌ কখনো কারো সাথে প্রেমের সম্পর্ক ছিলো না।

1 Answer

+1 vote
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে হাজার রাহ ফাতহুল বারী(৯/১৩৫-১৩৬) গ্রন্থে লিখেন,
" ويؤخذ منه – أي من هذا الحديث - أن الشريف النسيب يستحب له أن يتزوج نسيبة ، إلا إن تعارض : نسيبة غير دينة ، وغير نسيبة دينة ، فتقدم ذات الدين ، وهكذا في كل الصفات .
উচ্ছ মর্যাদাশালী বংশের কারো জন্য তার সমপর্যায়ের কাউকে বিয়ে করা মুস্তাহাব, তবে যদি উচ্ছ মর্যাদাশালী বংশের হওয়ার পাশাপাশি কেউ দ্বীনদার না হয়, তাহলে দ্বীনদার - চায় বংশ মর্যাদা তেমন নাই হউক- তাকেই বিয়ে করা মুস্তাহাব।
قوله : ( وجمالها ) يؤخذ منه استحباب تزوج الجميلة ، إلا إن تعارض : الجميلة الغير دينة ، والغير جميلة الديِّنَة ، نعم لو تساوتا في الدين فالجميلة أولى ، ويلتحق بالحسنة الذات الحسنة الصفات ، ومن ذلك أن تكون خفيفة الصداق .
সুন্দর দ্বীনদার কাউকে বিয়ে করাই মুস্তাহাব। তবে যদি সুন্দর বেদ্বীন হয়, তাহলে তখন দ্বীনদার - চায় সুন্দর হোক বা না হোক- তাকেই বিয়ে করা মুস্তাহাব। যদি দু'জন পাত্রী দ্বীনদার হয়, এর মধ্য থেকে একজন সুন্দর ও অন্যজন তেমন সুন্দর না হয়, তাহলে তখন দ্বীনদার সুন্দরকে বিয়ে করাই মুস্তাহাব। সুন্দর দ্বারা উদ্দেশ্য হল, ব্যক্তিত্ব ও গুণাগুণের সুন্দর্য্য এবং যার মহর কম হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/87348

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দ্বীনদার চাইলে সৌন্দর্য চাওয়াই যাবে না। বিষয়টা কিন্তু এমন না।বরং দ্বীনদারিতার পাশাপাশি সৌন্দর্য উত্তম ও মুস্তাহাব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...