আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
১) উস্তাদ বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করে না এর দিকে মন ঝুঁকে গেলে, ঐ প্রস্তাবকে যদি মেয়ে না করে দেয় আর বাবা -মা জোরাজুরি করে, ওখানে বিয়ে দেওয়ার জন্য তাহলে এখানে মেয়ে কি করা উচিৎ???
২) ছেলে দ্বীনদার হলেও মেয়ের চিন্তা -ধারা ও মন মানসিকতার কুফুর সাথে না মেলে আর মেয়ে রাজি না হলে, বাব-মা যদি বিয়ের জন্য চাপ দেয়, এখানে কি করা উচিৎ??
৩) বিয়েতে রাজি না থাকলে অনেক সময় পরিবারের লোকজন বলে থাকেন,,, বিয়ে সেখানে লেখা আছে সেখানেই হবে ..রাজি থাকলেও হবে না থাকলেও হবে৷... এ ধরনের বিভিন্ন কথা বার্তা বলে থাকেন, অনেক সময় রাগারাগি ও করেন.. বিয়েতে জোর করে রাজি করায়....। .ইসলামের হুকুম কি এবং এ ধরনের পরিস্থিতিতে, মেয়ের কি সিদ্ধান্ত নেওয়া উচিৎ???