আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
(হয়তো লেখাটা বড়ো হয়ে গেছে,কিন্তু প্রশ্ন করার জন্য উল্লেখ করা প্রয়োজন ছিল, প্লিজ উত্তর টা দিয়েন শ্রদ্ধেয় উস্তায,উত্তর টা পাওয়া আমার জন্য অনেক প্রয়োজনীয়)
আমি একজন দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকার পর আল্লাহর দয়ায় দীনে ফেরা একজন মেয়ে, আমি আগে নামাজ রোজা পর্দা কোনো কিছুই করতাম না ২,৩ বছর হলো দ্বীনের বুঝ পেয়েছি আল্লাহর দয়ায়,
আর আমার পরিবার সম্পর্কে বলি,আমার পরিবারে কেও নামাজ পড়ে না,এমন কি আমি নামাজ পড়লে,কোরআন পড়লে কথা শোনায়, বাকা চোখে দেখে,আমি পর্দা করার চেষ্টা করি,গীবত,ছেলেদের সাথে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করি তাই ওনারা বলেন আমি নাকি পাগল হয়ে গেছি,এমন করলে কক্ষনও বিয়ে হবে না,যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে,পর্দা করার জন্য মারও খেয়েছি অনেক বার,তবুও ছাড়িনি আলহামদুলিল্লাহ্,
অনেক কটু কথা নির্যাতন সহ্য করে এসেছি,কিন্তু আমার বিয়ের ক্ষেত্রে এসে সমস্যা টা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
বাকি সকল দ্বীনে ফেরা বোনের মতো আমিও চাই একজন দীনদার জীবনসঙ্গী, কিন্তু ওনারা সেটা চান না, ওনারা নামাজ ও পড়ে না এমন কারোর সাথে বিয়ে দিতে চান, ওনারা দীনদার কারোর সাথে আমার বিয়ে দিতে চাই না, আমি তাদের অনেক বলেছি, আমি দীনদার এর কথাও বলিনি,এটুকু বলেছি অন্তত ৫ ওয়াক্ত নামাজ পড়ে এমন কথাও বিয়ে দাও,কিন্তু বহু বার বলার পরেও,তারা কোনো গুরুপ্ত দেই না।
তাদের ধারণা ৫ ওয়াক্ত নামাজী কাওকে বিয়ে করলে কাজ করে খাওয়াতে পারব না,তারা যাকে পাই আমাকে দেখানোর জন্য নিয়ে আসে,আমার ছবি তুলে সবাইকে দেই,আমি বারণ করার পরও জোর করে।
আর আমার আগে আমার ছোট বোনের বিয়ে হওয়ায় আমাকে অনেক বোঝা মনে করে।
আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে এমন কাওকে ছাড়া বিয়ে করব না বলাই, তারা আমার ওপর রাগ দেখায়, ঠিক মত কথা বলেনা,এমন কি মারে আমাকে,অনেক কটু কথা শোনায়,যা আমি লিখতেও পারবো না, আমার এটুকুই দোস যে আমি নামাজী(দীনদার তো বোলিইনি তাতেই) কাওকে ছাড়া বিয়ে করব না বলেছি। আমি আইওএম এ ক্লাস করি,ইসলামিক বই পড়ি এটার জন্য অনেক কথা শোনায়,বলেছে বইগুলো সব পুড়িয়ে দেবে,আর মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দেবে। আর আজ আমার সব বই গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রতিটা বই এ কুরআনের আয়াত ছিল, আর একটা কুরআনের তাফসীর ও ছিল,আমি অনেক কষ্ট পেয়েছি। দিন দিন তাদের নির্যাতন বেড়েই চলেছে।
আর কিছু বলতে গেলে, আমি যেতেতু কালো তাই কয়েক জন নামাজী ছেলে আমাকে দেখতে এসেও পছন্দ করেনি,তাই এটা নিয়েও কথা শোনায়,যে তোকে কই তোর নামাজ পড়া ছেলে বিয়ে করলো না ? এতমবস্তাই আমি কিছুই বলতে পারিনা।
আবার তারা যৌতুক দিয়ে বিয়ে দিতে চাই, বিয়েতে যা যা করা হারাম সেই সব কিছু করতে চাই, আমি বাধা দিতে গেলে আমাকে কথা শোনায় গায়ে হাত তোলে,বাড়ি থেকে বেরিয়ে যা তাই বলে। দিন দিন তাদের নির্যাতন বৃদ্ধি পাচ্ছে,আমি আর নিতে পারছি না।(আমার আর আমার পরিবারের দোষ প্রকাশ করার উদ্দেশ্য না, প্রশ্ন করার ক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন মনে করছি,যেনো বুঝিয়ে বলতে পারি)
এখনও তারা নামাজ টাও পড়েনা এমন কারোর কাছে বিয়ে দিতে চাইছে, মোটা টাকার যৌতুক দিয়ে,হারাম গান বাজনা,বিয়ে তে যা যা হারাম আছে সেই সব কিছু করে।
শ্রদ্ধেয় উস্তায দয়া করে বলুন আমার এতমবস্থাই কি করণীয় ?
আমি কি করবো এমন পরিস্থিতিতে,আমি এটা নিশ্চিত যে সেখানে আমি পর্দা করতে পারব না,এমন কি দীন থেকে ছিটকে পড়ারও সম্ভবনা প্রবল ?
আমি কি তারা যেমনটা চাই তেমন কারোর সাথে বিয়ে করে নিবো ? নাকি তাদের বিরোধিতা করে নিজের সিদ্ধান্তে অটল থাকবো একজন দীনদার কারোর জন্য ?
আমি যে খুব ভয় করি বেদ্বীন কাওকে বিয়ে করে হেদায়েত হারিয়ে ফেলার
আমার কি করা উচিত প্লিজ বলুন