আমার বোন জেনারেল থেকে অনার্স পাস(নার্সিং),বয়স ২৫, দ্বীনে বোঝা এবং মানার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ । পাত্র দেখা হচ্ছে, মেয়ে দ্বীনদার পাত্র চায়,যিনি তাকে পর্দার পরিবেশ দিবেন,দ্বীনী সহবত হবেন।এখন একটা প্রস্তাব আসছে ছেলে হাফেজ, কিন্তু ক্লাস এইট পাস,বয়স ৩৪।
আমার প্রশ্ন এ প্রস্তাব শরীয়াহ অনুযায়ী কি ভাবে দেখবো যদি বিস্তারিত জানাতেন?
বিয়েতে কি মেয়ের সম্মত হওয়া উচিত?