আসসালামু আলাইকুম প্রিয় শায়খ।
প্রশ্ন (১) আপনাকে একটি ভিডিও লিংক পাঠাচ্ছি। এই ভিডিওটির ৮ মিনিটের দিকে একটি বাক্য আছে বাক্যটা হলো "আল্লাহ আপনি আমাদের জ্ঞানের পরিমাণ নির্ধারণ করবেন না"দোয়ার মধ্যে এই বাক্যটা তিনি কি কোন হাদিস থেকে বলেছে? মানুষের জ্ঞান কি পূর্ব থেকে নির্ধারণ থাকে না? তিনি যে দোয়ার মধ্যে জ্ঞানের পরিমাণ নির্ধারণ করতে মানা করছেন।
https://youtu.be/hj-Dypmr7cg?si=2-vYQ_i9RbQ-I8nD
যদি এরূপ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এ কথাটির ব্যাখ্যা কী একটু জানাবেন।
প্রশ্ন (২) যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মনে মনে এরূপ কল্পনা করে যে, "নামাজ চার ওয়াক্ত হলে কি সঠিক হতো? এ ধারণা করার পর সে সাথে সাথেই যদি ভাবে যে এটা শয়তানের কু মন্ত্রণা। আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই সঠিক এবং তার মনে কোন সন্দেহ নাই।আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই সঠিক। কিন্তু সে পরে মুখে উচ্চারণ না করে বারবার যদি ইচ্ছাকৃত ভাবে মনের ভিতরে কল্পনা করে নামাজ কম ওয়াক্ত হলে কি সঠিক হতো নাকি রোজা কম হলে সঠিক হতো কোনটা তার মনের মধ্যে প্রশ্ন জেগেছিল অর্থাৎ কোন প্রশ্নটা তার মনের মধ্যে প্রথমে জেগে ছিল এটা নির্ণয় করার চেষ্টা যদি করে তাহলে কি তার ঈমান নষ্ট হয়ে যাবে কি? সে বিবাহিত হয়ে থাকলে তার কি বিবাহ নবায়ন করতে হবে কি?