আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (58 points)
১/আসসালামু আলাইকুম  পুরুষের কাপড় মেয়েদের জন্য হারাম। যদি স্বামীর কাপড় পড়লে কি গুনাহ হবে

২/ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

নামাজে সূরার মাঝে যদি কোনো আয়াত বাদ পড়ে যায় যেমন ৫ম আয়াত যদি মনে না পড়ে সে ক্ষেত্রে কি ওই আয়াত বাদ দিয়ে ৬ষ্ঠ আয়াত পড়া যাবে??

৩/ আসসালামু আলাইকুম
আমার একটা বিষয় জানার ছিল।এখানে অনেক আপুরা আছেন যদি এই বিষয়ে জানেন তো, আমাকে জানালে উপকার হয়।

পিরিয়ড অবস্থায় কি কোরআন শরিফ ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে? মনে করেন আম্মু আমার ব্যাগে কাপড় দিয়ে মুড়ে কোরআন শরিফ দিয়ে দিছে,আবার আমও যেইনে থাকি ওইনে আমার ফ্রেন্ড আমার ব্যাগ থেকে বের করছে। এইভাবে কি আমি নিতে পারব নাকি গোনাহ হবে?

৪/আসসালামুআলাইকুম  আমার একটা কথা জানার ছিলো আমার বাসার পাশে একটা দরবার শরীফ আছে নাম মরহুম ইয়ারউদ্দিন খলিফার মাজার আমি যখন ছোট মাঝে ইসলাম সম্পর্কে বেশি কিছু জানতাম না তখন কোনো বিপদে পড়লেই আমি ওই মাজার এ টাকা মানত করতাম এই যেমন ধরেন এখন একটা কলম খুঁজে পেলাম না বা টাকা হারানো গেলো অথবা কোনো জিনিস হারানো গেলে সাথে সাথে আমি বলতাম আল্লাহ এই জিনিস টা খুজে পেলে আমি খলিফার মাজার এ টাকা দিবো মানে এই ভাবে মানত করতাম আবার নফল নামাজ ও মানত করতাম যে মাজার আ যাইয়া 2 রাকাত করে নফল নামায পড়বো কয়েক বার গিয়ে পড়ছি ও ওই খানে মহিলাদের নামাজ এর জন্য আলাদা স্থান আছে ওই খানে বসে পড়ছি ,, তখন জানতাম না যে মাজার আ গিয়ে নামাজ পড়া তারপর কোনো কিছু মানত করা শিরক । এখন আসল কথা হলো আমি মানত করতে করতে অনেক টাকা আর নামাজ মানত করছি তার কোনো হিসাব নেই ,, নামাজ এর থেকে ও অনেক টাকা মানত করছি বেশি আর তখন ভাবতাম যে যখন টাকা হবে বা কোথাও বিয়ে হবে তখন এক সাথে দিয়ে দিবো কিন্তু এখন আমার মনে নাই কত টাকা আর কত নামাজ মানত আছে এখন আমি কি করবো আপুমনি ? একদিকে শুনি মানত করলে টা পূরণ করা ওয়াজিব আবার কোনো মাজার আ মানত করা শিরক আবার কত টাকা নামাজ মানত করছি তাও মনে নাই ? এখন আমি কি করবো আপু বুঝতেছি না আমি অনেক টেনশন এ আছি এটা নিয়ে আমার মাথায় খালি এই কথা গুলো ঘুরে আমি কি করবো আপু একটু বলেন ?

৫/ স্বপ্নে মসজিদে নামাজ পড়তে দেখলে কি হয় এর অর্থ জানেন আপুআমি শপিং করতে গিছে তখন জানো আজান হলো এবং আমি দেখলাম পুরুষের পাশাপাশি মাহিলাদেও নামাজ পড়ার আলাদা এস্থান। আমি উজু করে জেন নামাজ পড়ালম এবং নামাজ পড়ালো একটা পুরুষ  হুজুর। পরে আমি সেখানে ১০০ টাকা দিলাম সেই হুজুরের এবং যে যা পরে টাকা দিলো।কিন্তু সব থেকে বেশি টাকা আমি দিছি বলে তারা আমাকে খুশি হয়ে ২ টা চামচ দিলো চামচ টার লম্বা অংশ ছিলো  না শুধু মাথাটা ছিল।এই স্বপ্নের কি কোন মানি আছে না এমনি শয়তানের দেখানো স্বপ্ন এটানামাজ পড়ার সময় আমি জেন উত্তর দিক ফিরে নামাজ আদায় করছিলাম এবং বাকিরা পূর্ব দিক ফিরে নামাজ পরতেছিল আমার স্বপ্নের দেখা অনুযায়ী। আমি নামাজ পড়ার সময় ঔই হুজুর আমাকে বলেছি যে আমার দাড়ানো ঠিক মতো হয় নায় পুরুষের মতো সিজদাহ্ দিতে হবে এমন আরো কিছু কথা যা আমার মনে নাইআরো আছে আপু কিছু দিন আগে দেখলাম আমাকে অনেক গুলো জোক আমার ২ পায়ে দরে আছে

২ দিন আগে দেখলাম স্বপ্নেই দেখলাম আমাকে  ঘুমের মধ্যে বিড়াল এসে পয়ে কামর দিছে তার পরে নখ দিয়ে অনেক গভীর ভাবে আচর দিয়ে আমার পায়ে অনেক দাগ বসে গেছে রক্ত পরে তার পরে বাবা মা মিলে জেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে জাবে।তার পরে ঘরে অনেক মানুষ ছিল এগুলো স্বপ্নে দেখলাম আপু। জদি সঠিক অর্থ পান তো জানিয়েন না পলে জানাতে হবে না

৬/ "কালকে তালাকের প্রস্তুতি নেও'" এই কথা দ্বারা কি কালকে তালাক হয়ে যাবে?
আমাকে একটু জেনে দেও বোন প্লিজ

৭/
Assalamualaikum ami join family te thaki family member who 10 Jon.Amar Husband er sathe amr relation motamuti bhalo e chole kintu se tar family er kono boshoye kono kotha e sunte or mante rajina unara amr sathe tar choker samne onnay korleo se chup thake.r din raat amr sob kichute dosh khuje. Take choke angul dea dekhanor por o tar kono feeling nai like se ondho r ami jodi aigulo bolte jai amr sathe onk jogra kore. Ami rag korbo ki ulta se amr sathe diner por din rag hoye thake karap behave kore .onno kono bishoye o se amr proti addicted na othocho se amake bhalobeshe  Jor kore bea korche.bea er 12 years chole 1 ta meye ache 2 years er.tar kase tar family e sob. Ami onk Amal korechi kono kaj hoinaiR sasuri nonod o amr sathe sarthoporota kore tader dorkare bhalo behave r always hingsa koreAmi manoshik bhabe osustho hoye porechi karap chinta ase mathay bt baccha r jonno e Allah er voye..12 bochor aibhabe juddho kore cholechi but amr husband er kono poriborton nai ulta aro kottorota barce ফামিল্যblindness er.Basay kono privacy nai

৮/ স্বপ্নে মসজিদে নামাজ পড়তে দেখলে কি হয় এর অর্থ কি?

আমি শপিং করতে গিছে তখন জানো আজান হলো এবং আমি দেখলাম পুরুষের পাশাপাশি মাহিলাদেও নামাজ পড়ার আলাদা এস্থান। আমি উজু করে জেন নামাজ পড়ালম এবং নামাজ পড়ালো একটা পুরুষ  হুজুর। পরে আমি সেখানে ১০০ টাকা দিলাম সেই হুজুরের এবং যে যা পরে টাকা দিলো।কিন্তু সব থেকে বেশি টাকা আমি দিছি বলে তারা আমাকে খুশি হয়ে ২ টা চামচ দিলো চামচ টার লম্বা অংশ ছিলো  না শুধু মাথাটা ছিল।এই স্বপ্নের কি কোন মানি আছে না এমনি শয়তানের দেখানো স্বপ্ন এটা

নামাজ পড়ার সময় আমি জেন উত্তর দিক ফিরে নামাজ আদায় করছিলাম এবং বাকিরা পূর্ব দিক ফিরে নামাজ পরতেছিল আমার স্বপ্নের দেখা অনুযায়ী। আমি নামাজ পড়ার সময় ঔই হুজুর আমাকে বলেছি যে আমার দাড়ানো ঠিক মতো হয় নায় পুরুষের মতো সিজদাহ্ দিতে হবে এমন আরো কিছু কথা যা আমার মনে নাই

আরো আছে আপু কিছু দিন আগে দেখলাম আমাকে অনেক গুলো জোক আমার ২ পায়ে দরে আছে
২ দিন আগে দেখলাম স্বপ্নেই দেখলাম আমাকে  ঘুমের মধ্যে বিড়াল এসে পয়ে কামর দিছে তার পরে নখ দিয়ে অনেক গভীর ভাবে আচর দিয়ে আমার পায়ে অনেক দাগ বসে গেছে রক্ত পরে তার পরে বাবা মা মিলে জেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে জাবে।তার পরে ঘরে অনেক মানুষ ছিল এগুলো স্বপ্নে দেখলাম।এর অর্থ

 আছে?


৯.

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
ইসলাম নিয়ে একটু যুক্তিসংগত আলোচনা লগত।

ইসলাম নাকি নারীদের কোনো সম্মান দেয় না যেমন, ইসলামী আইনে পুরুষেরা বিয়ের ক্ষেত্রে যদি ৪ বিয়ে করতে চায় তাহলে আগের স্ত্রীর নাকি অনুমতি নিতে হয় না। আর যদি অনুমতি নাই নিল তাহলে এখানে সেই নারীর সম্মান থাকল কিভাবে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
পোশাক আল্লাহ তায়ালার নিয়ামত। 
কুরআন মজীদে ইরশাদ হয়েছে-

يا بني آدم قد انزلنا عليكم لباسا يوارى سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيت الله لعلهم يذكرون.

হে আদমের সন্তান সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দুষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্য্যেরও উপকরণ। বস'ত তাকওয়ার যে পোষাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম। যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।-সূরা আরাফ : ২৬
,
পোশাক নিয়ে শরীয়তের কিছু নীতিমালা রয়েছে,যাহা মুসলমানদেরকে মেনে চলতে হবে। 
তার মধ্যে অন্যতম একটি হলোঃ  
নারী-পুরুষ একে অন্যের সাদৃশ্য গ্রহণ নিষিদ্ধ।

এ প্রসঙ্গে হাদীস শরীফে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। 

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারণকারী পুরুষের উপর আর পুরুষের বেশধারণকারিনী নারীর উপর লানত করেছেন।-বুখারী, হাদীস :  ৩৮৮৫

বেশ ধারণ করার অন্যতম মাধ্যম হল পোষাক। অতএব নারীর জন্য পুরুষের পোষাক পরিধান করা আর পুরুষের জন্য নারীর পোষাক পরিধান করা হারাম ও কবীরা গুনাহ।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত অন্য হাদীসে বলা হয়েছে, নারীর পোষাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোষাক পরিধানকারী নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন।-আবু দাউদ, হাদীস : ৪০৯২

পোশাক সংক্রান্ত ইসলামের নীতিমালা বিস্তারিত  জানুনঃ

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে স্বামীর পোশাক পরিধান করা উক্ত মহিলার জন্য জায়েজ হবেনা। 

এক্ষেত্রে অগত্যা পরিধান করলে পরবর্তীতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। 

(০২)
অনিচ্ছাকৃত হওয়ায় এতে নামাজের সমস্যা হবেনা।  এভাবে পড়া যাবে।

(০৩)
হ্যাঁ, এভাবে নিয়ে যাওয়া যাবে।
তবে কুরআন শরীফ এর সম্মান বজায় রেখে নিয়ে যেতে হবে,যাতে কুরআনের অসম্মান না হয়,সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। 

(০৪)
শরীয়তের বিধান হলো কেউ যদি গায়রুল্লাহর নৈকট্য অর্জনের জন্য সেজদা করে, গায়রুল্লাহর নামে কোরবানী করে, গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নাম জপতপ করে, মানবীয় ক্ষমতার উর্ধ্বের কোনো বিষয় গায়রুল্লাহর নিকট প্রার্থনা করে, মাযার-দরগাহর তওয়াফ করে,  মোটকথা, যেসব কাজ আল্লাহ তাআলা তাঁর উপাসনার জন্য নির্ধারণ করেছেন তা গায়রুল্লাহর জন্য করে তাহলে তা হবে সম্পূর্ণ শিরক।

এবং যে ব্যাক্তি মাযার বা মাযারে শায়িত ব্যক্তি সম্পর্কে অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে,সে শিরক করলো।
,
সুতরাং কেহ যদি সত্যিকারঅর্থেই এহেন আকিদা, বিশ্বাস মনে প্রানে পোষন করে মাজারে সেজদাহ ইত্যাদি করে,তাহলে সে কুফরী করলো।

তাকে নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে।

খালেছ দিলে তওবা করতে হবে।  
,
বিস্তারিত জানুনঃ 
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বাওন,
আপনি যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর  সত্যিকারঅর্থেই এহেন আকিদা, বিশ্বাস মনে প্রানে পোষন করে মাজারে সেজদাহ করে থাকেন/মাজার সামনে রেখে নামাজ পড়ে থাকেন,তাহলে তওবা করে আপনার নতুন করে ঈমান আনতে হবে।

আর যদি আপনার এহে আকীদা না থাকে,সেক্ষেত্রে আপনার ঈমান চলে যায়নি।
শুধুমাত্র খালেস দিলে তওবা করলেই হবে। 

(০৫)
স্বপ্নের আপনার মনের কল্পনা প্রসূত বলেই মনে হচ্ছে। 

(০৬)
শুধুমাত্র এতটুকু কথার দ্বারা কালকে তালাক হয়ে যাবেনা।

(০৭)
এক্ষেত্রে স্বামীর মুহাব্বত বৃদ্ধির জন্য নিম্নোক্ত লিংকে দেয়া কাজগুলি করতে পারেনঃ- 

(০৮)
স্বপ্নে পোকা দেখা তেমন ভালো কিছু না।জীবনে কষ্ট আসতে পারে।তাই আপনার আম্মুকে সদকাহ করতে বলবেন।সদকাহ দ্বারা সকল প্রকার বিপদ দূর হবে ইনশা'আল্লাহ।

(০৯)
এক্ষেত্রে অনুমতি মূল বিষয় নয়,মূল বিষয় হলো স্ত্রীদের হক আদায় করা,সকল স্ত্রীর মাঝে ইনছাফ কায়েম করা।
আর ইসলাম এই বিষয়েই গুরুত্ব দিয়েছে।

সুতরাং ভালোভাবে ভাবলে বুঝা যাবে যে ইসলাম মূলত এখানে নারীদের সম্মান ও তাদের হক আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছে।

এক্ষেত্রে নারীদের কোনো ভাবে অসম্মান করা হয়নি।

একাধিক বিবাহ ও এর শর্তাবলী সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...