السلام عليكم ورحمة الله وبركاته
১) এক বোনের বিষয়ে। তিনি অবিবাহিতা বয়স ২২। সম্প্রতি তাকে একজন এক মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছে। তিনি প্রায় ১মাসের মতো এটা নিয়ে ইস্তেখারা করেছে, ছেলের দ্বীনদারিতেও মেয়ে সন্তুষ্ট, যেমন আশা রাখে ছেলে তেমনই। যতবারই ইস্তেখারা করেছে ততবারই ভালো কিছু অনুভব করেছে আর পরিবারও সামনে আগানোর বিষয়ে সম্মতি আছে। সমস্যা টা হচ্ছে! লোকটা ১মাস পর তার একটা বিষয় জানিয়েছে। ছেলের আগের একটা বিয়ে আছে। চার/পাঁচ বছর বিয়ের বয়স, তবে ভালো ভাবে সংসার করেছে ১বছর।। ১বছর সংসার করার পর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। শারীরিক অক্ষমতা তৈরি হয়েছে। স্ত্রী বাবার বাসায় থাকে একটু বেশি কেয়ারের জন্য। স্ত্রীর পরামর্শে এবং নিজেরও জরুরতের কারণে তিনি অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন কিন্তু তার এই সমস্যার কথা বললে কেউ আগাতে চায় না। (ছেলের বয়স ২৮) নিজের চরিত্র ঠিক রাখতে, সুন্দর দাম্পত্য জীবন লিড করতে বিয়ে তার জন্য অনেক বেশি জরুরি। এখন যাকে প্রস্তাব দিয়েছে সেই মেয়ে অবিবাহিতা, এই মুহূর্তে সেই মেয়ের কি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে উখতি? সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলেটাকে বিয়ে করবে নাকি আরও অপেক্ষা করবে ভালো কারো জন্যে?
২) বাহিরের দেশে বানানো কোন প্রোডাক্ট এর ছবি কি নিজের পেইজে রেফারেন্স হিসেবে দেয়া যাবে? অনুমতি নিতে হবে? যদি সম্ভব না হয়!?
৩) এক বোনের স্বপ্ন,
আজ রাতে স্বপ্ন দেখলাম কেউ একজন যেনো বলছে রাসুল ﷺ বুধবার দিন সুরা মুলক এবং হামিম তিলাওয়াত করতেন (স্বপ্নে আজকের দিনটাকে বুধবার মনে হচ্ছে,, কিন্তু আজ তো মঙ্গল বার!) তখন আমিও ভাবলাম আজ আমি এটা তিলাওয়াত করবো। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো আমি তো হায়েয হালত এ আছি (কিন্তু আমি এখন পবিত্র হালত এই আছি) বরং তিলাওয়াত শুনে নিই। এভাবে শুনবো শুনবো ভাবছিলাম আর ফোনটা আনতে যাচ্ছিলাম। এমন সময় ঘুম ভেঙে গেল!
৪) বাবা মা যদি যাকাত না দেয় তাহলে মেয়ের করনীয় কী? অনেক সময় বাবা মা মিথ্যে বলে যে যাকাত দিয়েছে কিন্তু আসলে দেয়নি এমন হতে পারে। এক্ষেত্রে অবিবাহিত মেয়ের গুনাহ হবে, তার দুআ কবুল হবে? মেয়ে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছে!