আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম।
আমার বান্ধবীর হয়ে প্রশ্ন করছি
১,আমার বান্ধবীকে ১ মাস আগে পাত্রপক্ষ থেকে দেখতে আসে।ওনারা পছন্দও করেন।কিছু দিন পর আমার বান্ধবীর পরিবারের লোকদের সাথে পাত্রপক্ষের একটা বিষয় নিয়ে মনমালিন্য হয়।তখন মেয়ের ও পাত্র পছন্দ এবং ছেলেরও পাত্রী পছন্দ হওয়ায় তারা দুই পরিবারকে বুঝাতে সক্ষম হয়।মেয়ের পরিবার জানায় তোমার পছন্দ হলে বিয়ে দিবো কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের বলতে এসো না।তাই মেয়ে চিন্তায় পড়ে যায়।ও ইস্তেখারা করে।,,,এখন ও ইস্তেখারা করার পর স্বপ্নে দেখছে যে,,ও ওর বড় কাকুকে ওই ছেলের সম্পর্কে বলতেছি,এমন সময় ওর দাদি এসে বড় কাকুকে বলছে যে ওদের তো বিয়ে ভেঙে গেছে, বিয়ে হয়নি,,
তাছাড়া ওর না কি মনও টানছে না।গতরাত তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলো যে আল্লাহ এটার সুরাহা করে দেন।তারপর ফজর পড়ে ঘুমায়া যায়,এর পর স্বপ্নে দেখে ও, ওর মা, ভাই সাথে পাত্র একসাথে বসে হাসিখুশি গল্প করতেছে।।
ঐ পাত্রও নাকি ইস্তেখারা করছে এবং তারপর স্বপ্নে দেখছে, ওনি, আমার বান্ধবী মানে পাত্রীকে কোনো কারণে বকাঝকা করতেছে, তখন ও বলতেছে আমাকে সব জেনেশুনেই তো বিয়ে করছেন।
এসব স্বপ্নে দ্বারা ইস্তেখারা পজিটিভ না কি নেগেটিভ ধরবো ?
এখানে কি আগানো উচিত?
দয়া করে জানাবেন, মোহতারাম