Assalamualaikum rahmatullahi wa Barkathu
আমি আমার স্ত্রী সম্পত্তি ভাগ বণ্টন এর কথা বলছিলাম এমন অবস্থায় আমার স্ত্রী বলছিল, আমার ইসলাম ধর্মের সব কিছু খুব সুন্দর লাগে । একটা বিষয় একটু কেমন খারাপ লাগে, বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা গেলে তার যদি শুধু মেয়ে থেকে তাহলে সে কিছুই পাইনা । এই রকম কোনো একটা মাসায়েল নিয়ে বলল।
আমি এমন কথা শুনে সঙ্গে সঙ্গে তওবা করতে বললাম , বুঝালাম ইসলামের কোনো কিছুকে নিয়ে এমন বলতে নেই।
আমার স্ত্রী বলছে ভুল করে বলেছি , আমি তওবা করছি । আমার স্ত্রী ভুল করে বলেছে।
মাননীয় শায়েখ এক্ষেত্রে ঈমান চলে যাবে?