আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
উস্তায আমি একটা গুনাহ ছাড়তে পারছিলাম না, তো লিখে ওয়াদা করলাম যে, পরেরবার ওই গুনাহটা করলেই "এই এই কাফফারা" দিতে হবে বলে নিজেকে শাস্তি দিলাম, বললাম যে,
❝যদি স্মরণ/সুযোগ থাকার পরও উল্লিখিত শাস্তি না মানি/আদায় না করি, তাহলে আমি দ্বীন থেকে বিচ্যুত হয়ে গিয়েছি ধরা হবে❞
উল্লেখ্য, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে তা আমি নির্দিষ্ট করে বলিনি।
এখন গুনাহটা আমার প্রায় কয়েকবার হয়ে গিয়েছে, (যদিও আগের চেয়ে কমে গিয়েছে)।
এখন কাফফারা আদায় আমার জন্য কঠিন হয়ে পড়েছে, আবার আদায় না করলেও দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবো বলেছি।
আমি বুঝতে পারছিনা উস্তাযা কি করবো।
১)আমার কি শাস্তি হালকা করে নেয়ার সুযোগ আছে?
২) "শাস্তি ৫মাস পর্যন্ত চলবে" এখন এমন সময় নির্দিষ্ট করে নিতে পারবো?