আসসালামু 'আলাইকুম শায়েখ,
আমি যখন ছোট ছিলাম(বালেগ হওয়ার আগে,সম্ভবত বয়স ছিল ৫-৮/৯)তখন এক আপু আমার থেকে কিছু টাকা নেয় এই বলে যে একজন আসলে তার থেকে নিয়ে টাকাটা আমাকে দিয়ে দিবে ,সম্ভবত ঘণ্টা হিসেবে লাভ দেয়ার কথা ছিল,,,তো আমিও রাজি হয়ে টাকাটা দিয়ে দিই,পরে আমাকে টাকা দেয়া হয়,কিন্তু এখন আমার স্পষ্ট মনে নেই যে আমি কি অতিরিক্ত টাকা নিয়েছিলাম কিনা,এখন অনেক বছর পর সন্দেহ হচ্ছে আমি কি টাকাটা নিয়েছিলাম,,তখন জানতাম না সুদ যে এত বড় পাপ,দ্বীনের বুঝ ছিল না ,এখন আমার করণীয় কি?উল্লেখ্য টাকা লাভ নিলেও নিলেও নিয়েছি খুবই অল্প পরিমাণে( সর্বোচ্চ হলে ১০ থেকে ৩০ টাকা),এখন আমি যদি তাকে টাকাটা ফেরত দিতে নেই তবে আমাকে নিয়ে হাসি -ঠাট্টা করা হতে পারে! এখন আমার করণীয় কি শায়েখ?
আর যদি টাকা তাকে দিতেই হয় তবে কি আমি কোন কৌশলে যেমন - তার অজান্তে তার ব্যগে ঢুকিয়ে দিয়ে,বা তার ঘরে গিয়ে তার ব্যবহার্য জিনিসের মাঝে রেখে আসলে হবে কি?