আসসালামু আলাইকুম।
আমরা জানি বন্যার সময় পানিতে ভেসে মাছ আরেক পুকুরে বা জমিতে মাছ আসলে তা সেই জমির মালিকের ধরা জায়েজ হয়।
কিন্তু একটা ঘটনা এমন যে,
পুকুরের ভিতর-ই দেওয়াল তোলা হইছে।কারন তার ভাগের জায়গা পুকুরে ভেঙ্গে গেছে।মানে সে তার ভাগের জায়গা বাউন্ডারি দিছে।আর দেওয়ালের মাঝখানে একটু কাটা অংশ আছে যেন এর ভিতরে পানি জমলে পুকুরে চলে যেতে পারে।
তো পুকুরে পানি বেশি হলে সেই কাটা অংশ দিয়ে পানি ঢুকে,মাছ আসে এবং মাছ বের হয়।
কিন্তু এবারের বৃষ্টিতে অতিরিক্ত পানি হইছে পুকুরে,ঐ দেওয়ালটা ভেসে গেছে।দেওয়ালের পানি এখন কই যাবে?পুকুরেই তো অনেক পানি।
এখন কথা হচ্ছে দেওয়ালের ভিতর প্রচুর মাছ আসছে,আমার চাচারা জায়েজ বলে তা ধরে ধরে খাচ্ছে।
এটা কি জায়েজ হবে?
আমার যুক্তিতে আসে না।কারন দেওয়াল পুকুর একসাথে।জাস্ট দেওয়ালটা তোলা হইছে,এবং মাঝখান দিয়ে কাটা অংশও রাখা আছে।